বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫  |   ২৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২২ মার্চ ২০২২, ১৯:২৬

মতলবে দলীয় কোন্দলে জিএসফি ভাংচুর

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে দলীয় কোন্দলে জিএসফি ভাংচুর

মতলব পৌর এলাকার বাইসপাস সড়ক সংলগ্ন সাবেক কলেজ ছাত্রদলের সদস্য সচিব, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহবায়ক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য ইসমাইল হোসেনের জিএসফি রেষ্টুরেন্ট দলীয় কোন্দলে ভাংচুর করা হয়েছে। ২১ মার্চ রাতে কে বা কাহারা জেএফসি রেষ্টুরেন্ট ভাংচুর করেছে বলে তিনি অভিযোগ করেন।

জিএসফি রেষ্টুরেন্টের স্বত্ত¡াধিকারী ইসমাইল জানান, প্রতিদিনের মতো ওই দিন আমার দোকানের কর্মচারীরা আমার দোকান বন্ধ করে চলে যায়। রাতে কে বা কাহারা আমার দোকান ভাংচুর করে আর্থিক ক্ষতি করেছে। তবে দলীয় কোন্দলের কারণেই আমার রেষ্টুরেন্টে হামলা ও লুটপাট চালানো হয়েছে। এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক ছাত্রদল নেতা জানান, দলীয় কোন্দলের কারণে জিএসফি রেষ্টুরেন্ট ভাংচুর করা হয়েছে। যারা এ কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়