প্রকাশ : ১২ মার্চ ২০২২, ০৮:৫৫
পুলিশের মিথ্যা মামলায় জেলা যুবদলের নিন্দা ও প্রতিবাদ
চাঁদপুরে পুলিশের মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চাঁদপুর জেলা যুবদল। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি পালনকে কেন্দ্র করে পুলিশ কর্তৃক দায়ের করা মামলায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজ্জাক হাওলাদার, জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক ইউসুফ মিয়াজী, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস আহমেদ জুয়েল,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, জেলা যুবদলের সম্রাট ও পৌর যুবদলের জাহাঙ্গীর,রিপন মাল,সদর উপজেলা যুবদলের হাজী দাদন মিয়া,পৌর যুবদলের জীবনসহ বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা এবং পৌর যুবদলের সম্মানিত সদস্য, ২নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক বাদশাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান চাঁদপুর জেলা যুবদল।
|আরো খবর
৯ মার্চ চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে বিএনপি ও যুবদলের কোনো নেতা উপস্থিত ছিলেন না। তথাপি বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক।