প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২১, ১০:৫৮
জনগণের কাছে অগ্রহণযোগ্য ব্যক্তি দলে থাকতে পারবে না : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি
জনগণের কাছে গ্রহণযোগ্য নয় এমন আচরণ ও মন্তব্যকারীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি বলেন, সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিভিন্ন সময় নানা কথা ও আচরণের মাধ্যমে নিজেদের বিতর্কিত করেছেন। সেটা দুঃখজনক।
|আরো খবর
৮ ডিসেম্বর বুধবার দুপুরে চাঁদপুর আউটার স্টেডিয়ামে চাঁদপুর মুক্তদিবসে মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন শেষে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান প্রসঙ্গে সাংবাদিকদের এসব কথা বলেন ডাঃ দীপু মনি।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল, শেখ হাসিনার সরকার জনগণের সরকার। জনগণের কাছে যা অগ্রহণযোগ্য, সরকার ও আওয়ামী লীগের কাছেও তা অগ্রহণযোগ্য।