রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০২ নভেম্বর ২০২১, ০০:০০

এইদিনে
অনলাইন ডেস্ক

২০০৬ সালের এইদিনে শাহরাস্তির কৃতী সন্তান অবিসংবাদিত শিক্ষক নেতা চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, ন্যাপ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, আধূনিক (আমরা ধূমপান নিবারণ করি) চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা মহাসচিব শিক্ষক অরুণ মজুমদার মারা যান ।

২০০৯ সালের এইদিনে হাজীগঞ্জের বলাখাল বকাউল বাড়ির সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চোখের সামনে শিশুপুত্র জিসান আহমেদের মৃত্যুর দৃশ্য দেখে চাঁদপুর সদরের কুমারডুগী মিজি বাড়ির খোরশেদ আলমের স্ত্রী জয়তুন বেগম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

২০১০ সালের এইদিনে চাঁদপুর সদরের বহরিয়া বাজার সংলগ্ন বিল থেকে নিখোঁজ খলিল গাজী (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

২০১৩ সালের এইদিনে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডঃ আলী নেওয়াজ মজুমদারের শোক সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার।

২০১৬ সালের এইদিনে চাঁদপুর জেলা শহরের রাস্তাসমূহ প্রশস্তকরণ সংক্রান্ত এক সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল।

২০১৭ সালের এইদিনে মতলব উত্তরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্যে তুরস্ক থেকে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরি মায়া বীর বিক্রম এমপি।

২০২০ সালের এইদিনে ফরিদগঞ্জের টিএন্ডটি এলাকার পাঠান বাড়ির সামনে মোটর সাইকেল-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাহেদ (১৬), রায়হান (১৬) ও আল-আমিন (১৭) নামে তিন ইন্টারনেট সার্ভিসকর্মী মারা যান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়