প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ০০:০০
২০০২ সালের এইদিনে চাঁদপুর সদরের বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে বিশাল জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইদিনে তিনি আশিকাটি ইউনিয়নে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শনে আসেন।
২০০৩ সালের এইদিনে চাঁদপুর সদরের বাবুরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় লিপি আক্তার (১০) নামে এক শিশু নিহত হয়।
২০১১ সালের এইদিনে মতলব উত্তরের দক্ষিণ টরকী গ্রামে জেসমিন আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়।
২০১২ সালের এইদিনে মতলব দক্ষিণের নারায়ণপুর কালীবাড়ির উত্তর পাশে খালের পাড় বালুর মাঠে খেলারত অবস্থায় স্কুলছাত্র আমীর হামজা (১০) ট্রাক্টর চাপায় মারা যায়।
২০১৪ সালের এইদিনে ডিবি পুলিশ পরিচয় দিয়ে দু ছেলেকে অপহরণ করে বন্ধুমহল ক্লাবে এনে আটকে রাখায় চাঁদপুর শহরের চৌদ্দ কোয়ার্টার এলাকার শরীফ (৩০)কে অস্ত্রসহ চাঁদপুর মডেল থানা পুলিশ আটক করে।
২০১৭ সালের এইদিনে ঢাকার কুড়িলে অবস্থিত বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি-২-এর পুষ্পগুচ্ছ সম্মেলন কেন্দ্রে প্রথম চাঁদপুর জেলা ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়।
২০২০ সালের এইদিনে ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখায় আজিজিয়া সুইটমিট এন্ড হোটেলকে ১০ হাজার এবং ইসলামিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৭ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
২০২১ সালের এইদিনে জেলা প্রশাসন ও বিএসটিআইর যৌথ উদ্যোগে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৪ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
২০২২ সালের এইদিনে চাঁদপুরে ১৩০ জনের করোনা শনাক্ত হয়।