প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩, ০০:০০
১৯৯২ সালের এইদিনে চাঁদপুর সদরের চর বাগাদী পাম্প হাউজের গেইটে অনির্ধারিত টোল আদায়কে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে বেশ ক'জন মারাত্মক আহত হয়।
২০০৩ সালের এইদিনে সাংবাদিক মানিক সাহার মৃত্যুতে চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের শোক সভা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২০১২ সালের এইদিনে কচুয়ার জগতপুর বাজারের পাশে বোগদাদ বাসের চাপায় চক্রা গ্রামের দরগা বাড়ির আলী আক্কাছের ছেলে বেচা মিয়া (৩০) মারা যান।
২০১৩ সালের এইদিনে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী যুবলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক খবির হোসেন প্রধান হত্যা মামলার ৫ আসামী চাঁদপুরের আদালতে হাজির হলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
২০১৪ সালের এইদিনে কচুয়ার উজানী মাদ্রাসা এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির উপর হামলা হয়। এ সময় তার ব্যবহৃত গাড়িসহ ৩টি গাড়ি ভাংচুর হয় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৩ রাউন্ড শর্ট গানের ফাঁকা গুলি ছোড়ে। হামলায় ৪ পুলিশসহ ১০ জন আহত হয়।
২০১৫ সালের এইদিনে ফরিদগঞ্জে চাঞ্চল্যকর মোস্তফা কামাল (৩২) হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামী আবুল কাশেমকে পুলিশ আটক করে।
২০১৮ সালের এইদিনে মতলব উত্তরের পাঁচানী এলাকায় পিকআপ ভ্যান-সিএনজি স্কুটার মুখোমুখি সংঘর্ষে মফিজুল ইসলাম (৪৫), অনিক সরকার (২৪), আলমগীর হোসেন (২৫)সহ ৩ জন নিহত হন।
২০২০ সালের এইদিনে হাজীগঞ্জের চতন্তর গ্রামের কামরুল হাসান রাজু নামে এক মাদক ব্যবসায়ীকে মাদক মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরোয়ার আলম।
২০২২ সালের এইদিনে চাঁদপুরে ৩৪ জনের করোনা শনাক্ত হয়।