সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২, ০০:০০

এইদিনে
অনলাইন ডেস্ক

১৯৯৯ সালের এইদিনে হাজীগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৫জন আহত হয়।

২০০৭ সালের এইদিনে কচুয়ার সাচার ইসলামিয়া মাদ্রাসার ছাত্রাবাসে লিটন, মোয়াজ্জেম ও রুবেলের নেতৃত্বে ৬/৭ জনের সন্ত্রাসী দল পরীক্ষার্থী ছাত্রদের উপর হামলা চালিয়ে নগদ ১০ হাজার টাকা, ৩টি ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একইদিনে চাঁদপুর সদরের রামপুর ইউনিয়নে নিজ সন্তানের বিরুদ্ধে মায়ের মামলা দায়েরের পর ছেলে আটক হয়।

২০১২ সালের এইদিনে ফরিদগঞ্জের কাছিয়ারা গ্রামে একটি তিনতলা ভবনের ছাদে ধানের তুষ কুড়ানোর সময় বিদু্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটে।

২০১৩ সালের এইদিনে চাঁদপুর শহরে ককটেল (বোমা) বানানোর সাথে জড়িত পুরাণবাজার খালের দক্ষিণ পাড় এলাকার রাজীব (২৩), সোহাগ (১৭) ও তাদের বন্ধু আশিককে পুলিশ আটক করে।

২০১৪ সালের এইদিনে চাঁদপুর সদরের বালিয়া মফিজ ডাক্তারের মিলের কাছে দ্রুতগামী ট্রাক্টর থেকে পড়ে ইবু (২০) নামে এক হেলপার নিহত হয়। একই দিনে চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকায় গলায় ফাঁস দিয়ে সুমন পাল (২২) নামে এক কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়।

২০১৬ সালের এইদিনে চাঁদপুরের জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম।

২০১৯ সালের এইদিনে ফরিদগঞ্জ উপজেলায় একইদিনে একই সময়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির দুটি পরস্পর বিরোধী গ্রুপের পাল্টাপাল্টি কমিটি ঘোষণার মধ্য দিয়ে দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন করা হয়।

২০২০ সালের এইদিনে মতলব দক্ষিণের টেমাই গ্রামের খানমান প্রধানিয়া বাড়িতে গলায় ফাঁস দিয়ে নাজমা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করে।

২০২১ সালের এইদিনে ফরিদগঞ্জের মান্দারতলী গ্রামে ৮ বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষণ করার অভিযোগে মোঃ নাছির চকিদার (৩০) নামে যুবককে ৫ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়