সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২, ০০:০০

এইদিনে
অনলাইন ডেস্ক

২০০০ সালের এইদিনে রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদকে মুক্ত করার দাবিতে চাঁদপুর জেলা জাপার উদ্যোগে মুক্তি তহবিল গঠন করা হয়।

২০০২ সালের এইদিনে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপিকা বিলকিস আজিজ।

২০০৬ সালের এইদিনে ১৪তম জাতীয় টিকা দিবসের প্রথম রাউন্ডে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি শিশুকে পোলিও খাওয়ানোর মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

২০১১ সালের এইদিনে হাইমচর প্রেসক্লাব নির্বাচনে দৈনিক চাঁদপুর কণ্ঠের হাইমচর ব্যুরো ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম শফিক সভাপতি নির্বাচিত হন।

২০১২ সালের এইদিনে মতলব উত্তরে কবির হোসেন (৩২)কে খুন করে ভাড়াটিয়া মোটরসাইকেল ছিনতাই করা হয়। একইদিনে উপজেলার হরিণা কবরস্থান সংলগ্ন সড়কে সানকিভাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান (৬৫) সড়ক দুর্ঘটনায় মারা যান।

২০১৫ সালের এইদিনে মতলব উত্তরের ওটারচর গ্রামের ৭ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক ইমাম হাফেজ এমদাদ উল্লাহ (২৯)কে পুলিশ আটক করে।

২০১৭ সালের এইদিনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় আনন্দ শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাঃ দীপু মনি এমপি।

২০১৯ সালের এইদিনে মতলব উত্তরের সিপাইরকান্দি গ্রামে দেবরের হাতে বড় ভাই বিল্লালের স্ত্রী রহিমা বেগম (৫০) খুন হয়।

২০২০ সালের এইদিনে চাঁদপুর সদরের ঢালিরঘাট এলাকা থেকে ১০১ পিচ ইয়াবাসহ জাহাঙ্গীর গাজী নামে এক মাদক বিক্রেতাকে আটক করে চাঁদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

২০২১ সালের এইদিনে চাঁদপুরে ৩ জনের করোনা শনাক্ত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়