সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ০০:০০

এইদিনে
অনলাইন ডেস্ক

২০০২ সালের এইদিনে চাঁদপুরের রাজনীতিক ও শিক্ষানুরাগী সফিউদ্দিন আহমেদ জাতীয়ভাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার ও পদক গ্রহণ করনে। একইদিনে চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপিকা ফৌজিয়া রুমির স্মরণে কলেজ ক্যাম্পাসে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

২০০৩ সালের এইদিনে চাঁদপুরের কৃতী সন্তান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হারুনুর রশিদ মারা যান।

২০১২ সালের এইদিনে চাঁদপুর রোটারী ক্লাবে ঈদ পুনর্মিলনী ও চার্টার ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান আলহাজ্ব ডাঃ এমএ গফুরের ৮০তম জন্মদিন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২০১৫ সালের এইদিনে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সহযোগিতায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা একেএম শামীম চৌধুরী।

২০১৬ সালের এইদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ীর ক্রেস্ট গ্রহণ করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।

২০১৭ সালের এইদিনে কচুয়ার পাড়াগাঁও গ্রামের খোদেজা বেগম (৪০) কে হত্যার দায়ে জামাতা বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার নাছনা গ্রামের এনায়েতুল ইসলাম সোহাগ (৩২)কে মৃত্যুদণ্ড প্রদান এবং ২ হাজার টাকা জরিমানা করে চাঁদপুরের জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমেদ।

২০১৭ সালের এইদিনে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থেকে অপহৃত কিশোরীকে চাঁদপুর মডেল থানা পুলিশ উদ্ধার করে তার মা হালিমা বেগমের নিকট বুঝিয়ে দেয়।

২০১৯ সালের এইদিনে মতলব দক্ষিণের ভাঙ্গারপাড় এলাকার প্রধানীয়া বাড়ির স্কুল ছাত্রী গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত বৈশাখী (১৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

২০২১ সালের এইদিনে চাঁদপুর শহরের মোলহেডের নিকটস্থ মেঘনা-ডাকাতিয়া নদীর মিলনস্থলে এমভি লামিয়া নামের যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় খেয়া পারাপারে নৌকা ডুবে নাছিমা বেগম (৩৫) নামে এক নারী যাত্রী নিহত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়