বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০০:০০

একদিন ভুল ভাঙবে
সন্তোষ দাস মনা

এক সময় ভুল ভাঙ্গবে, তখন আরো সুন্দর হবে পৃথিবী। মানুষ তো দেখায় সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার কর্মে। মানব জীবনের অধিকাংশ ক্ষেত্র আজ ভুলে ভরে গেছে! মানুষ ভুলে গেছে যে তার একজন নিয়ন্ত্রক আছেন!

কতো সুন্দর ঈশ্বরের সৃষ্টি! মানুষ একটা সরিষা সৃষ্টি করতে পারেনি, ঘবাবৎ ধনংড়ষঁঃব! এমন বিজ্ঞানী নেই। জ্ঞান দিয়েছেন তিনি, বিবেকও দিয়েছেন তিনি, জ্ঞান আহরণ সবার কাজ, বিবেকের দরজা খোলা রাখাও মানুষের অন্যতম মানবিক বৈশিষ্ট্য।

পৃথিবীতে আলবার্ট আইনস্টাইন, স্যার আইজ্যাক নিউটন, থমাস আলভা এডিসন, নিকোলা তেসলা জন্মেছিলেন বলে আজ আমরা তাদের আবিষ্কারের সুফল ভোগ করছি। চিকিৎসাবিজ্ঞান আজ উন্নতির শিখরে, তবুও অপূর্ণতা রয়ে গেছে।

এমিল ফন বেরিং, গের্টি কোরি--এরা নোবেল বিজয়ী চিকিৎসা বিজ্ঞানী। এঁদের উত্তরসূরিরা আজও গবেষণা চালিয়ে যাচ্ছেন, কী করে অনাবিষ্কৃত প্রাণঘাতী ভয়াবহ রোগের ঔষধ ও টিকা আবিষ্কার করা যায়।

এ বঙ্গভূমিতে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ্, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়, দ্বিজেন্দ্রলাল রায়, স্যার জগদীশ চন্দ্র বসু, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, নবাব সিরাজউদ্দৌলা, অমর্ত্য সেন এবং বহু ইসলামী চিন্তাবিদ ও স্কলার জন্মেছেন। মাদার তেরেসা এ বঙ্গভূমিতে জন্ম নেন নি, তবে উপমহাদেশ তথা সারাবিশ্ব তাঁকে চিনেন মানবতার মা হিসেবে।

বিশ্বখ্যাত দার্শনিক প্লেটো, এরিস্টটল, শেক্সপিয়ার, ভলতেয়ার-মাঞ্জিনি এদের কথা যথেষ্ট যুক্তিনির্ভর, যা মানবজীবনে কল্যাণ বয়ে এনেছে।

আগে তো শ্রদ্ধা ছিলো, সম্মান ছিলো, ভালোবাসা ছিলো, মানবতা ছিলো। এখন ঘষেটি বেগম আর মীরজাফরদের দিনকাল!

সহি ধর্ম পালন একটা সুন্দর জীবনযাপনের মৌলিক কাঠামো। আজ দেখছি, ধর্মে ধর্মে হানাহানি আর গিবত!

ঠাকুর বলেছেন, ‘যতো মত ততো পথ’। পথ ভিন্ন হতে পারে, উদ্দেশ্য যেন হয় নিজেকে মানুষ হিসেবে পরিচিত করা।

প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষকে সার্টিফিকেট দেয় বটে, মানুষ করে এমন কোনো গ্যারান্টি নেই। মানুষ হতে হলে পারিবারিক সুশিক্ষা প্রয়োজন।

ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর পণ্ডিত ব্যক্তি ছিলেন, তাঁর কথাটা বড়ো ভালো লাগে, ‘ফলবতী বৃক্ষ নত হয়, নত হয় গুণীজন; নত হয় না শুষ্কবৃক্ষ আর মূর্খরা।’

কাজী নজরুল ইসলাম লিখেছেন ‘মিথ্যা শুনিনি ভাই /এ হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই।’

রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ‘আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে।’

দ্বিজেন্দ্রলাল রায় লিখেছেন, ‘পুষ্পে পুষ্পে ভরা শাখি, / কুঞ্জে কুঞ্জে গাহে পাখি / গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে / তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।’

ধর্মান্ধতা, হিংসা, হানাহানি, মিথ্যাচার আজ যেনো মরণব্যাধি ক্যানসার! ধর্মান্ধতা নিপাত যাক, জাত-পাত নিপাত যাক। শান্তির পায়রা উড়ুক বাংলার আকাশে।

আশাবাদ, এক সময় ভুল ভাঙ্গবে, তখন আরো সুন্দর হবে পৃথিবী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।

লেখক : সাহিত্য সম্পাদক, বঙ্গজ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী, পুরাণবাজার, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়