বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক

লেখালেখি করে সমাজ কাঠামো পরিবর্তনসহ উন্নয়নের অংশীদারে সম্পৃক্ত হয়েছিলেন যারা, তারাই আজ পৃথিবীতে বেঁচে নেই। যাদের মধ্যে রয়েছেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক মেগোতি সম্পাদক আমিনুল হক। ওনার নামে কুমিল্লার একটি সড়ক করা হোক। কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা, দৈনিক শ্রমিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক সেলিমের নামে একটি সড়ক করা হোক। সাপ্তাহিক আমোদের প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বীর নামে একটি সড়ক করা হোক। দৈনিক রূপসী বাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক অধ্যাপক আবদুল ওহাবের নামে সড়কের নামকরণ করা হোক। কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর নামে সড়ক করা হয়েছে, এবার একটি কলেজ করা হোক। কৃষিবিদণ্ডশিক্ষক ও সাপ্তাহিক সময়ের পথ সম্পাদক বাচ্চু বকাউলের নামে একটি সড়কের নামকরণ করা হোক। কুমিল্লার প্রখ্যাত সাংবাদিক নওশাদ কবীরের নামে একটি সড়কের নামকরণ করা হোক। দৈনিক ডাকপ্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক হাবিব আল জালালের নামে একটি সড়কের নামকরণ করা হোক। সাপ্তাহিক লাকসাম সম্পাদক ভাষাসৈনিক আবদুল জলিলের নামে একটি সড়কের নামকরণ করা হোক। লেখক নুরুল হক নেভীর নামে একটি সড়কের নামকরণ করা হোক। সাংবাদিক ও কলামিস্ট করুন কুমার দেব রায়ের নামে লাকসামে একটি সড়কের নামকরণ করা হোক।

সাপ্তাহিক আলোর দিশারী, নয়া রবি, পপুলার, দপ্তর বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ শামছুল করিম দুলালের নামে লাকসাম অথবা কুমিল্লায় একটি মাদ্রাসা করা হোক এবং পাশাপাশি একটি সড়কের নামকরণ করা হোক। লেখক ও ভাষাসৈনিক এডভোকেট আহমেদ আলীর নামে একটি সড়কের নামকরণ করা হোক। দৈনিক ময়নামতির সম্পাদক অধ্যক্ষ আফজল খান এডভোকেটের নামে একটি সড়কের নামকরণ করা হোক। দৈনিক ময়নামতির ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদ পারভেজ খান ইমরানের নামে কুমিল্লা শহরের একটি সড়কের নামকরণ করা হোক।

সাংবাদিক সিরাজুল ইসলাম রাহী মিনুর নামে লাকসামে একটি সড়কের নামকরণ করা হোক। সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর নামে চৌদ্দগ্রামের একটি সড়কের নামকরণ করা হোক। সাংবাদিক আহসান উল্যাহ মিয়াজীর নামে লাকসামের একটি সড়কের নামকরণ করা হোক। সাংবাদিক কাউছার আলম মিয়াজীর নামে নাঙ্গলকাটের একটি সড়কের নামকরণ করা হোক। লেখক আবুল খায়ের মুসলেহ উদ্দিনের নামে মনোহরগঞ্জের একটি সড়কের নামকরণ করা হোক। সাংবাদিক শহীদুল্লাহ মানিকের নামে লাকসামে একটি সড়ক করা হোক। সাংবাদিক ইউসুফ জাঈদের নামে একটি সড়কের নামকরণ করা হোক। লেখক-সংগঠক-কবি ফখরুল হুদা হেলালের নামে কুমিল্লার একটি সড়কের নামকরণ করা হোক। দৈনিক বাংলার বাণীর সাংবাদিক ভিপি হুমায়ুন কবিরের নামে নাঙ্গলকোট পৌরসভার সড়কের নামকরণ করা হয়েছে, আরেকটি সড়কের নামকরণ করা হোক।

লেখক শান্তনু কায়সারের নামে একটি সড়কের নামকরণ করা হোক। সাংবাদিক মাহবুব মোর্শেদের নামে একটি সড়কের নামকরণ করা হোক। সাংবাদিক মিজানুর রহমান চৌধুরীর নামে একটি সড়কের নামকরণ করা হোক। লেখক লুৎফুর রহমান পারভেজের নামে দাউদকান্দিতে সড়কের নামকরণ করা হোক। লেখক এস এম হেদায়েতের নামে একটি সড়কের নামকরণ করা হোক। লেখক-কবি শরীফ আহমেদ অলির নামে একটি সড়কের নামকরণ করা হোক। লেখক ও শিক্ষক ইকবাল হোসেনের নামে নাঙ্গলকোটে একটি সড়কের নামকরণ করা হোক। এনটিভির সাংবাদিক অধ্যাপক জালাল উদ্দিনের নামে একটি সড়কের নামকরণ করা হোক। উপরোক্ত মানুষগুলোর নামে একটি করে সড়কের নামকরণ করা হলে ভবিষ্যৎ প্রজন্ম তাঁদের সম্পর্কে জানতে পারবে ও তাদের স্মৃতিচিহ্নটুকু অন্তত থাকবে বলে বিশ্বাস করি। বিষয়টি দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

-আজিম উল্যাহ হানিফ, দক্ষিণ শাকতলী, নাঙ্গলকোট, কুমিল্লা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়