প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২২, ০০:০০
২-সূরা বাকারা
২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
৭। তিনিই তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করিয়াছেন যাহার কতক আয়াত ‘মুহকাম,’ এইগুলি কিতাবের মূল; আর অন্যগুলি ‘মুতাশাবিহ’, যাহাদের অন্তরে সত্য-লংঘন প্রবণতা রহিয়াছে শুধু তাহারাই ফিত্না এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে মুতাশাবিহাতের অনুসরণ করে। আল্লাহ ব্যতীত অন্য কেহ ইহার ব্যাখ্যা জানে না। আর যাহারা জ্ঞানে সুগভীর তাহারা বলে, ‘আমরা ইহা বিশ^াস করি, সমস্তই আমাদের প্রতিপালকের নিকট হইতে আগত ;এবং বোধশক্তি সম্পন্নেরা ব্যতীত অপর কেহ শিক্ষাগ্রহণ করে না।