রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৭ জুন ২০২১, ১২:৩৫

চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির শুভেচ্ছা বাণী

অনলাইন ডেস্ক
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির শুভেচ্ছা বাণী

জনবান্ধব বস্তুনিষ্ঠ গণমাধ্যম গণতন্ত্রের এক অপরিহার্য অনুষঙ্গ। সংবাদের সত্যতা বজায় রেখে গণগুরুত্বকে প্রাধান্য দিয়ে সংবাদ পরিবেশন কেবলমাত্র একটি পেশাগত দক্ষতাই নয়, এটি আরাধনারও বিষয় বটে। কোনটি সংবাদ তা নিরূপণ এবং তাকে জনস্বার্থে পরিবেশনযোগ্য করে তোলা সত্যিকার অর্থেই একটি অতুলনীয় মানব হিতৈষণা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গড্ডালিকা প্রবাহের সাথে নিজেকে না মিলিয়ে নিজস্ব নীতি ও স্বাতন্ত্র্য বজায় রেখে চাঁদপুরের স্বনামধন্য ও বহুল প্রচারিত সংবাদপত্র ‘দৈনিক চাঁদপুর কণ্ঠ’ দীর্ঘদিন ধরে আস্থার সাথে সংবাদ পরিবেশন করে চলেছে। হাঁটি হাঁটি পা পা করে এই সংবাদপত্র আজ অতিক্রম করেছে একে একে ২৭টি বছর। আজ ১৭ জুন পত্রিকাটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই শুভদিনে আমি এর সম্পাদক, প্রকাশক, লেখক ও পাঠক সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন।

একটানা সাতাশ বছর রাজধানীর বাইরে কোনো জেলায় একটি সংবাদপত্রের প্রকাশনাকে চালিয়ে নেয়া সহজ কথা নয়। তার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও নতুন লেখক সৃষ্টির মহৎ প্রক্রিয়ায় এ পত্রিকার অবদান আজ সম্মানের সাথে উচ্চারণ করতে হয়। জেলাব্যাপী বিতর্ক প্রতিযোগিতাকে ছড়িয়ে দেয়া এবং শিক্ষা, সাহিত্য, কৃষি, চিকিৎসা ও মুক্তচিন্তা বিষয়ে লেখক-পাঠকের মেলবন্ধন তৈরিতে দৈনিক চাঁদপুর কণ্ঠ এ জেলায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সরকারের উন্নয়ন কর্মকা-ের যথাযথ প্রচার ও স্থানীয় অসংগতিসমূহ চিহ্নিত করে প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে এ পত্রিকাটি সাংবাদিকতার নৈতিকতাকে সঠিকভাবে অনুসরণ করে চলেছে। উপমহাদেশের সংবাদপত্র জগতের পথিকৃৎ, চাঁদপুরের কৃতীসন্তান মোহাম্মদ নাসিরউদ্দীন ও ‘সওগাত’-এর সাফল্যকে অনুসরণ করে একদিন ‘দৈনিক চাঁদপুর কণ্ঠ’ শতবর্ষী হওয়ার গৌরব অর্জন করবে এই আশাবাদ ব্যক্ত করি।

জয় বাংলা

জয় বঙ্গবন্ধু

বাংলাদেশ চিরজীবী হোক।

ডাঃ দীপু মনি এমপি

শিক্ষামন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়