প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৯
মেহার কালী বাড়িতে সর্বজনীন দশমহাবিদ্যা পূজা ১৯ ডিসেম্বর

আসছে ১৯ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার) নারায়ণগঞ্জ শ্রী শ্রী মেহার কালী বাড়ি কার্যকরী সংসদ ও মহামায়া সেবাশ্রমের আয়োজনে ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার শাহরাস্তি মেহার কালী বাড়িতে অনুষ্ঠিত হবে সর্বজনীন শ্রী শ্রী দশমহাবিদ্যা পূজা।
এ উপলক্ষে পূজার্চনা শেষে আগত ভক্ত-শ্রোতা ও পুণ্যার্থীদের মহাপ্রসাদ বিতরণ। ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। প্রয়োজনে : ০১৮৭৮-৯৩৫৯১১ (বিকাশ নম্বর)








