বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ১২:৪০

হিরো হতে গিয়ে পরিবারকে জিরো করে দিয়েছে প্রেমিকার আহ্বানে!

রিপন কুমার সাহা
হিরো হতে গিয়ে পরিবারকে জিরো করে দিয়েছে প্রেমিকার আহ্বানে!

দিন বদলের কারণে প্রেমিকার আহ্বানে তাকে খুশি করতে অকারণে হত্যা করে নিজেকে হিরো পরিচয় দিতে গিয়ে নিজ পরিবারকেই জিরো করে দিয়েছ, ভেবেও দেখোনি তোমার পরিবারের কতোটা ক্ষতি হলো, আর সাথে তোমার প্রেমিকার। অতীত ইতিহাসে নানা প্রেমের গল্পে প্রেমিক প্রেমিকাকে খুশি করার জন্যে আত্মাহুতি দিয়েছেন, আবার প্রেমিকাও দিয়েছেন, কোনো কোনো ক্ষেত্রে রাজ্যও ত্যাগ করেছেন, সাথে পিতার আভিজাত্যও। কিন্ত প্রেমিকাকে দেখে কেউ হেসেছেন অভিযোগে অন্তর্জ্বালায় দগ্ধ প্রেমিক কেবল হাসার কারণে যুবককে কুপিয়ে হত্যা করেছে--এমটা ইতিহাসে বিরল।

গত শনিবার বিকেলে ঢাকার অভিজাত পাড়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকে সন্দেহজনক হাসার কারণে প্রেমিকার কথায় প্রেমিক তার বন্ধুদের নিয়ে হামলা করে কুপিয়ে হত্যা করে নিজের হিরোগিরি দেখায় আগ- পিছ না ভেবেই। এমন লোমহর্ষক ঘটনার পরে স্বভাবতই আমাদের মত অভিভাবকরা চিন্তিত এবং বলতেই হয়, সমাজ ব্যবস্থা আর আমাদের নৈতিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সাথে আমাদের পারিবারিক শিক্ষা। এমন অনৈতিক শিক্ষার কারণে আগামি দিনে আমাদের সন্তানদের দিয়ে কী আশা করবো?

একজন মধ্যবিত্ত পরিবারের অভিভাবক সন্তানদের ভবিষ্যৎ চিন্তায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করার মানসে তাদের পেছনেই তো সারা জীবনের সঞ্চয় খুইয়ে দিচ্ছে, যদি কোনো সন্তান এমন জঘন্য রাজনৈতিক প্রভাবে বা সমাজের কুশিক্ষার কারণে প্রেমিকার আহ্বানে হিরোগিরি দেখাতে গিয়ে পরিবারকে জিরো করে দেয়, তখন পুরো পরিবার কোথায় গিয়ে দাঁড়াবে? এমন চিন্তায় অভিভাবকরা নির্ঘুম, কিন্ত কলুষিত সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা ঘুমিয়ে রয়েছে। এ ঘুম যেন রামায়নের কুম্ভকর্ণের ঘুমের ন্যায়।

“আমরা যদি না জাগি মা গো কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে।”-- কবিতার সেই রাত পোহানো সকাল বাস্তবে অনুভব করার জন্যে রাষ্ট্রকেই ব্যবস্থা নিতে হবে কলুষিত রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষা ব্যবস্থা ও নিরাপদ শিক্ষাঙ্গনের। সচেতনদের মতে, নোংরা রাজনীতির চর্চায় প্রভাব প্রতিপত্তির সাথে নৈতিক শিক্ষার অভাবে পারিবারিক কুশিক্ষার প্রভাবও যুক্ত হয়েছে সর্বস্তরে। বিশেষ করে বর্তমান সমাজে যেমনি করে অবৈধ পন্থায় রুটি- রুজির প্রতিযোগিতা বেড়েছে, তেমনি করে ধর্মকে রাজনীতির সাথে সম্পৃক্ত করে অপচর্চাও বেড়েছে। এই অপচর্চা সাম্প্রদায়িকতার বিষবাষ্পের সাথে অসহিষ্ণু মনোভাব পরমত শ্রদ্ধার পরিপন্থী হয়ে পুরো সমাজ ব্যবস্থায় ছড়িয়ে পড়েছে, এর বিষের প্রভাব কোমলমতি শিশুদের কথা বলা শেখার সময়ই আমাদের সমাজের কতিপয় শিক্ষাঙ্গন শিখিয়ে দিচ্ছে। যা মুক্ত চিন্তায় বাধাগ্রস্ত করছে আমাদের সন্তানদের।

মুক্ত চিন্তায় বাধাগ্রস্ত সন্তানরাই একটু বড়ো হয়ে নেতৃত্বদানকারীদের কথায় অন্ধ বিশ্বাসে ঝাঁপিয়ে পড়ছে রাজপথে, আবার কিশোর গ্যাং হয়ে রাজনীতির বড়োভাইয়ের হুকুম তামিল করছে আগামি পদ-পদবীর লোভে। এ পদ-পদবীই যে ক্ষমতার উৎস, এমন মানসিকতা বর্তমান সমাজেরই চিত্র আর এটাই চর্চা হচ্ছে নিজ পরিবার থেকে রাষ্ট্রের সর্বত্র। এমন অসুস্থ চিন্তাধারাই আমাদের সন্তানদের জাগরিত করে রেখেছে, আর আমরা জেগে জেগে ঘুমাচ্ছি।

জেগে ঘুমানো এমন পাপ যার শাস্তি কোনো নরকেই নেই। তাই জীবনকে কর্মময়, কর্মকে ধর্মময়, ধর্মকে প্রেমময় এবং প্রেমকে নিষ্কলুষ করবার জন্যে নিরন্তর সাধনাই আমাদের চিন্তা ও চেতনা--বিবেকানন্দের এমন অতীত আহ্বানই বর্তমান পরিবার, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে জাগরিত করতে পারবে বলে একজন মধ্যবিত্ত পরিবারের অভিভাবক হিসেবে মনে করি।

রিপন কুমার সাহা : সভাপতি, শারদাঞ্জলি ফোরাম, চাঁদপুর।

রচনাকাল : ২২/০৪/২০২৫ খ্রি.।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়