মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০২:০৮

শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র শবে মেরাজ পালিত, বিশেষ ইবাদত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীনগরে আলোকিত রাত, পবিত্র শবে মেরাজ

আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সিগঞ্জ
শ্রীনগরে আলোকিত রাত, পবিত্র শবে মেরাজ
ছবি : প্রতীকী

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পালিত হয়েছে পবিত্র শবে মেরাজ। সোমবার রাত এশার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিল, নফল নামাজ, কোরআন তিলাওয়াত এবং ইসলামি আলোচনার আয়োজন করা হয়।

কেন্দ্রীয় জামে মসজিদ, দেউলভোগ জামে মসজিদ, কোলাপাড়া মসজিদসহ বিভিন্ন মসজিদে শবে মেরাজের তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা করেন মসজিদের ইমামগণ। বক্তারা উল্লেখ করেন, মেরাজের রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে উম্মতে মুহাম্মদীর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। তাঁরা বলেন, শবে মেরাজ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং এটি মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের একটি বিশেষ রাত।

ইসলামি আলোচনার মূল বিষয়: ১. মেরাজের ঘটনা: মহানবী (সা.)-এর মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস এবং সেখান থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণের বিশদ বর্ণনা।

২. পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ: এই রাতের গুরুত্বপূর্ণ শিক্ষা হলো পাঁচ ওয়াক্ত নামাজ, যা মুসলিম জীবনের অবিচ্ছেদ্য অংশ।

৩. আত্মশুদ্ধি ও তাওবার গুরুত্ব: বক্তারা মেরাজের শিক্ষা থেকে পাপমুক্ত জীবনযাপন ও ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ মোনাজাত: আলোচনা শেষে ইমামগণ আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্যের জন্য প্রার্থনা করা হয়। পাশাপাশি, উপস্থিত মুসল্লিদের দীর্ঘায়ু, রিজিকের বরকত এবং সঠিক পথে চলার তৌফিক কামনা করা হয়।

নারীদের অংশগ্রহণ: শ্রীনগর উপজেলার মুসলিম নারীগণও নিজ নিজ বাড়িতে নফল নামাজ, জিকির, কোরআন তিলাওয়াত এবং দোয়ার মাধ্যমে পবিত্র মেরাজের রজনী পালন করেন। অনেকেই পরিবারসহ বিশেষ ইবাদতে অংশ নেন এবং সন্তানদের মেরাজের তাৎপর্য সম্পর্কে শিক্ষা দেন।

মসজিদের পরিবেশ: শ্রীনগরের প্রতিটি মসজিদে ছিল উৎসবমুখর পরিবেশ। আলোচনার পাশাপাশি মসজিদগুলোকে বিশেষভাবে সাজানো হয়। মুসল্লিদের মধ্যে ছিল ধর্মীয় উৎসাহ এবং গভীর আধ্যাত্মিক অনুভূতি।

পবিত্র শবে মেরাজ উপলক্ষে এমন আয়োজন শ্রীনগরের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে নতুন উদ্দীপনা ও আধ্যাত্মিক তৃপ্তি এনে দিয়েছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়