রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২, ০০:৫৯

ব্যবসায়ি মাইনুল ইসলাম কিশোরের স্ত্রীর জানাযা ও দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
ব্যবসায়ি মাইনুল ইসলাম কিশোরের স্ত্রীর জানাযা ও দাফন সম্পন্ন

পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম তাজুল ইসলাম তাজু হাজির বড় পুত্রবধূ এবং চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র পরিচালক ও চাঁদপুর অটো রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক পুরাণবাজার আজমিরী রাইস মিলের মালিক মোঃ মাইনুল ইসলাম কিশোরের স্ত্রী সানজিদা বেগম সোমা আর বেঁচে নেই। তিনি ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ন'টার সময় স্ট্রোক করে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগছিলেন। হঠাৎ তার পালস নীল হয়ে গিয়েছিল এবং রক্তশূন্যতা দেখা দিলে মৃত্যুরকোলে ঢলে পড়েন। তাকে অসংখ্য জনক অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ অনিমেশ মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। প্রিয়ম ও বাঁধন নামে তার দুটি ছেলে সন্তান রয়েছে।

ব্যবসায়ী মাইনুল ইসলাম কিশোরের স্ত্রীর মৃত্যুর খবর শুনে চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল ও জেলা আওয়ামী লীগ নেতা হাসান ইমাম বাদশা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি তমাল কুমার ঘোষ সহ ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ও অনেক শুভাকাঙ্ক্ষী অনেকেই ছুটে যান হাসপাতালে। উপস্থিত সবাই তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। শুক্রবার সকাল ১০ টায় মরহুমার জানাজার নামাজ পুরাণবাজার জাফরাবাদ হাফেজিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।

এ সময় মাইনুল ইসলাম কিশোরের বড় ভগ্নিপতি সাবেক সচিব মাকসুদ পাটোয়ারী, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদসহ রাজনৈতিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ বিশিষ্টজন এবং আত্মীয়-স্বজনসহ ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।পরে চৌধুরীবাড়ী সংলগ্ন তাজু হাজির বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়