প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২, ২২:০০
সুন্নাতের উপর আমলে রাসূলের মহব্বত সৃষ্টি হয় .....................ছারছীনার পীর ছাহেব
কচুয়া নন্দনপুর দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসায় ওয়াজ মাহফিল
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেবুল্লাহ (মাদ্দা জিল্লুহুল আলী) বলেন, আল্লাহর জমিনে বান্দা আল্লাহর হুকুম পালন করবে। এ শিক্ষাই দিতে পীর-মাশায়েখ দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আর আমরা দ্বীন শিক্ষার জন্যই পীরের হাতে বয়াত হই আল্লাহকে পাওয়ার জন্য। শুধুমাত্র মুরিদ হলেই হলোনা। বর্তমানে রসমি মুরিদ বেশি। এ রকম মুরিদ হলে আমলে-আখলাকে উন্নতি হয়না। তিনি আরো বলেন, আপনার সন্তান স্কুল পড়ুক আর মাদ্রাসাই পড়ুক। মুসলিম হিসেবে আমাদের আদর্শ হবে নবীর তরিকায়। মানুষ হিসেবে চেহারা হবে রাসূলের তরিকায়। বর্তমান ফেতনার জামানা। আমলের জন্যই ফেতনা চারদিকে শুরু হয়েছে। সুন্নাতের উপর আমলে রাসূলের মহব্বত সৃষ্টি হয়। আমল-আখলাক, চেহারা-সূরাত হবে রাসূলে পাকের তরিকায়। সে তরিকায় থাকতে পীর-মাশায়েখদের সোহবতে আসতে সকলকে আহবান জানান।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বাদ জুমা থেকে শুরু হয়ে রাত দিনব্যাপী কচুয়া নন্দনপুর দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসা ময়দানে ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পীর ছাহেব এ কথাগুলো বলেন এবং আখেরী মোনাজাত পরিচালনা করেন।
মাহফিলে আরো বক্তব্য রাখেন
সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওলানা রুহুল আমিন, যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় মহাসচিব মাওঃ মোঃ রুহুল আমিন আফছারী, ছারছীনা দরবারের মুবাল্লিগ মাওঃ মহিবুল্লাহ আল মাহমুদ, জেলা সভাপতি মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মমিনুল ইসলাম খান প্রমুখ।
মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা উপদেষ্টা হাজী আবদুল আহাদ, কচুয়া উপজেলা সভাপতি মাওঃ মোঃ ওয়াজি উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ সহিদুল্লাহ মাস্টার ও তালিমে তরিকত সম্পাদক মাওঃ মোঃ আব্দুল হাকিম, নন্দনপুর দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসা সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডাঃ ইসমাইল হোসেন সিরাজী, সহদেবপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, জেলা যুব হিযবুল্লাহর সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ পাটওয়ারী, কচুয়া উপজেলা যুব হিযবুল্লাহর সভাপতি মাস্টার মোহাম্মদ মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক মাওঃ গাজী মোঃ ওসমান ফারুকী, ছাত্র হিযবুল্লাহর জেলা সভাপতি মোঃ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ নোমান সালেহী, সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, নন্দনপুর দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ মোঃ খায়রুল বাশার সহ
বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম সংগঠনের যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য,৩ সেপ্টেম্বর শনিবার বাদ আছর হাজিগঞ্জ রাজার গাঁও দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসা ময়দান, ৪ সেপ্টেম্বর রোববার বাদ আছর ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজার মজিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও ৫ সেপ্টেম্বর সোমবার বাদ আছর সূচিপাড়া ডিগ্রী কলেজ মাঠে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।