প্রকাশ : ১০ আগস্ট ২০২২, ২৩:০৬
আজ সৈয়দ জাহান শাহ মোজাদ্দেদীর দ্বিতীয় ওফাত দিবস
হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফের পীর সাহেব কেবলা, আওলাদে রাসুল (দঃ) আল্লামা সৈয়দ জাহান শাহ মোজাদ্দেদী আবেদী আল-মাদানী (রঃ)-এর দ্বিতীয় ওফাত দিবস আজ ১২ মহররম, ১১ আগস্ট বৃহস্পতিবার। ২০২০ সালের এদিনে তিনি মাওলার ডাকে সাড়া দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান।
|আরো খবর
তাঁর ওফাত দিবস উপলক্ষে আজকে ইমামে রাব্বানী দরবার শরীফে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে : বাদ জোহর থেকে খতমে কোরআন, খতমে খাজেগান, খতমে গাউছিয়া, নকশবন্দিয়া মোজাদ্দেদীয়া তরিকা অনুযায়ী জিকিরের মাহফিল ও মিলাদ-কিয়াম। আসরের পর থেকে আমন্ত্রিত ওলামায়ে কেরামের ওয়াজ-নসিহত। বাদ মাগরিব মাজার শরীফে গিলাফ চড়ানো। রাত ১০টা পর্যন্ত ওয়াজ, মিলাদ শেষে আখেরি মোনাজাত।
মুর্শিদ কেবলা আওলাদে রাসুল সৈয়দ আবিদ শাহ্ মোজাদ্দেদী আল-মাদানী (রাঃ) এবং সৈয়দ জাহান শাহ মোজাদ্দেদী (রঃ)-এর ফয়েজ লাভে নিজেকে ধন্য করতে প্রত্যেক সুন্নী মুসলমানকে আজকের বেসাল শরীফের মাহফিলে উপস্থিত হওয়ার জন্যে আহ্বান জানিয়েছেন হুজুর কেবলার বড় সাহেবজাদা আওলাদে রাসুল সাইয়েদ মাখদুম শাহ্ মোজাদ্দেদী আল-মাদানীসহ অন্য সাহেবজাদাগণ।