প্রকাশ : ৩১ জুলাই ২০২২, ২২:৪০
সাংবাদিক ফরিদ উদ্দিনের পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন (বিপিজেএ) সদস্য ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের অন্যতম সদস্য এবং দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার প্রধান ফটো সাংবাদিক ফরিদ উদ্দিন এর পিতা আলহাজ্ব আবু বকর সিদ্দিক ৩১ জুলাই সকাল ৮:৩০ টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর গ্রামে।
|আরো খবর
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ১০০ বছর। রোববার বাদ আসর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হাশিমপুর আহমদিয়া সিদ্দিকীয়া আলিম মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে হাশিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয় ৷ মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে,৩ মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা নামাজে শায়খ আশফাক আহমেদ পীর সাহেব হাশিমপুর দরবার শরীফ, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাস্টার, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব, মতলব উত্তর প্রেসক্লাব, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুসুল্লিগণ উপস্থিত ছিলেন ৷
ফরিদ উদ্দিনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংবাদ সারাবেলার সম্পাদক, প্রকাশকসহ সংবাদ সারাবেলার সকল সাংবাদিক ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব ও মতলব উত্তর প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ ৷ তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।