রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩১ জুলাই ২০২২, ১৬:৪৩

চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের নতুন কমিটি

সভাপতি পরেশ মালাকার;সম্পাদক কার্তিক সরকার

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের নতুন কমিটি

চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদে আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সমাজসেবক ও রামঠাকুর দোল মন্দির কমিটির সভাপতি, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক পরেশ চন্দ্র মালাকার ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন জেলা পূজা পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক কার্তিক সরকার।

৩০ জুলাই শনিবার রাতে নতুন বাজার শ্রী শ্রী গোপাল জিউর আখড়ায় জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের কমিটি গঠন সংক্রান্ত এক সভায় উপস্থিত সকলের সর্ব সম্মতিতে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। এতে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি চাঁদপুর চেম্বারের পরিচালক গোপাল সাহা। জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সদ্য সাবেক সভাপতি গোপাল সাহার সভাপতিত্বে ও জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্নার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।

এছাড়াও আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শারদাঞ্জলী ফোরামের সভাপতি রিপন কুমার সাহা, চাঁদপুর সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাসুদেব মজুমদার, সহ-সভাপতি শ্যাম সুন্দর বনিকসহ অন্যান্যরা। সভায় চাঁদপুর শহরের বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়