মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫  |   ২৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৬ জুলাই ২০২২, ০৯:৪০

সাংবাদিক আবদুস সোবহান রানা আর নেই

আব্দুর রহমান গাজী
সাংবাদিক আবদুস সোবহান রানা আর নেই

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সম্মানিত সদস্য ও দৈনিক চাঁদপুর প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুস সোবহান রানা (৫৮) আর বেঁচে নেই।

মঙ্গলবার (২৬ জুন) সকাল ৮ টা ১০ মিনিটের সময় চাঁদপুর শহরের সিংহ পাড়া ভাড়া বাসায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি........ রাজিউন)। সাংবাদিক আব্দুস সুবহান রানা দীর্ঘদিন কিডনি ডায়াবেটিস এবং সর্বশেষ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।

মরহুমের জানাজা আজ বাদ আসর পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদে গোর-এ- গরীবা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ দুই ভাই এক বোন রেখে গেছেন।

আব্দুস সুবাহান রানার মৃত্যুর খবর শুনে সাংবাদিক নেতৃবৃন্দ তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং শোক সনাক্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।দৈনিক চাঁদপুর প্রবাহে ২০০১ সাল থেকে সাংবাদিকতায় নিয়োজিত ছিলেন। এছাড়া এর আগে তিনি অন্যান্য পত্রিকায়ও কাজ করছন।

শোক প্রকাশ :

দৈনিক চাঁদপুর প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুস সুবাহান রানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এম এ লতিফ ও সাধারণ সম্পাদক কে এম মাসুদ। তারা শোক বার্তা বলেন, আমাদের সংগঠনের সদস্য আব্দুর সোবহান রানা একজন ভালো মানুষ ছিলেন এবং সাংবাদিকতার পেশায় সে নিরলস কাজ করেছেন। আমরা তাঁর মাগফেরাত কামনা করি এবং শোক সনাক্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়