রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৫ জুলাই ২০২২, ১৯:৩০

চাঁদপুর শ্রী রাধা মুরারী মোহন মন্দিরে চৌষাট্টি মহান্তের ভোগ আরাধনা

চাঁদপুর শ্রী রাধা মুরারী মোহন মন্দিরে চৌষাট্টি মহান্তের ভোগ আরাধনা
অনলাইন ডেস্ক

চাঁদপুরের সনাতন ধর্মীয় ভাবগাম্ভীর্যে পুরানবাজারের শ্রী শ্রী রাধা মুরারী মোহন জিউর মন্দিরে পরম পূজ্যপাদ গুরুদেব শ্রী শ্রী রাধামুরারিমোহন কুঞ্জের ভূতর্পূব মহান্ত শ্রীল অষ্টোত্তেরশত মুরারীদাস বাবাজী মহারাজের বিরহ উৎসব স্মরণে ২ দিনব্যাপী মহা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

১৫ জুলাই শুক্রবার উৎসবের ২য় দিনের সমাপনীকালে দুপুরে মন্দিরে চৌষাট্টি মহান্তের ভোগ আরাধনা অনুষ্ঠিত হয়। এতে পৌরাহিত্য করেন বৃন্দাবনের শ্রীল অষ্টোত্তরশত শ্যাম সুন্দর দাস বাবাজী মহারাজ।

তিনি বলেন, গোড়ীয় বৈষ্ণব সমাজের মুকুটমনি পরম পূজ্যপাদ গুরুদেব ৮৪ ক্রোশ ব্রজমন্ডলের চারি সম্প্রদায়ের শ্রী মহান্ত, কুম্ভমেলার মহামন্ডলেশ্বর এবং শ্রী শ্রী রাধামুরারী মোহন কুঞ্জ, শ্রীধাম বৃন্দাবনের ভূতপূর্ব মহান্ত শ্রীল অষ্টোত্তর শত মুরারীদাস বাবাজী মহারাজের নিত্যলীলায় প্রবেশ উপলক্ষে বিরহ উৎসব স্মরণে মহোৎসবের আয়োজন করা হয়। এই উৎসবে এসে ভক্তরা শ্রী পাঠ ও কীর্ত্তনাদি শ্রবন করে আমাদের কৃতার্থ করেছেন। আমরা এই উৎসবের মাধ্যমে গুরুদেবের আদেশ উপদেশ মেনে চলতে সকলের মাঝে গৌরিয় বার্তা পৌঁছাচ্ছি।

এদিকে ভক্তসমাগম সম্পর্কে শ্রী শ্রী রাধামুরারীমোহন জিউর মন্দির কমিটির সভাপতি রিপন সাহা বলেন, গতকাল তুলশী মহারানীর আরতীর মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। সন্ধ্যায় শ্রী শ্রী তিনকড়ি গোস্বামী মহারাজ অষ্ঠক স্তুতিপাঠ করেন। এই দুইদিনে কয়েক হাজার সনাতনী ভক্তবৃন্দ মন্দিরে সমবেত হয়ে প্রসাদ গ্রহণ করেছেন।

এ সময় চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক ও জেলা জজ কোর্টের পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী, চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, চাঁদপুর পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, রাধা মদন মোহন মন্দিরের সাধারণ সম্পাদক উমেষ চন্দ্র সাহা, শ্রী শ্রী রাধামুরারীমোহন জিউর মন্দির কমিটির সাধারণ সম্পাদক সহদেব বর্মন,সহ-সভাপতি রুমা পাল,যুগ্ম সম্পাদক অসীম ঘোষ, কোষাধ্যক্ষ সুমন দেবনাথ,উপদেষ্টা যুবরাজ দেবনাথ, প্রান কৃষ্ণ দেবনাথ, উত্তম প্রসাদ, নিতাই পোদ্দার এবং গুরুদেবের অন্যান্য শির্ষবৃন্দসহ অন্যান্য সুধীমহল ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়