প্রকাশ : ২১ জুন ২০২১, ১১:৪৮
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : প্রবাসীদের ভাবনা-৫৫
প্রবাসে সম্মান পেলেও দেশের মাটিতে এসে সেটা পাই না : কামরুল হাসান অর্পণ
সৌদি আরবের রিয়াদে গত ১৭ বছর যাবৎ বসবাস করছেন কামরুল হাসান অর্পণ। তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার খেড়িহর গ্রামের বড় বাড়ির বাসিন্দা। রিয়াদে একটি কোম্পানিতে কাজ করছেন। সম্প্রতি চাঁদপুর কণ্ঠের ধারাবাহিক সাক্ষাৎকার পর্বের মুখোমুখি হন। সাক্ষাৎকার নেন চাঁদপুর কণ্ঠের সৌদি আরব প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয়।
|আরো খবর
চাঁদপুর কণ্ঠ : প্রবাসে কতোদিন আছেন, কী করছেন, কেমন কাটছে সময়?
কামরুল হাসান অর্পণ : ১৭ বছর যাবৎ সৌদি আরবের রিয়াদে আছি। এভিলন কোম্পানিতে কর্মরত আছি। আলহামদুলিল্লাহ দারুণ সময় কাটছে।
চাঁদপুর কণ্ঠ : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আপনার অনুভূতি কেমন?
কামরুল হাসান অর্পণ : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বাংলাদেশের ইতিহাসের একটি অধ্যায়। যুদ্ধের পরে দেশটি ৫০ বছর পার করেছে এটা ভাবতেই আনন্দ লাগছে।
চাঁদপুর কণ্ঠ : আপনার দৃষ্টিতে স্বদেশের উন্নতি-অগ্রগতি কতোটুকু হয়েছে?
কামরুল হাসান অর্পণ : স্বদেশের উন্নতি-অগ্রগতি হয়েছে এবং হবে। পদ্মা সেতু, মেট্রোরেল, দাউদকান্দি মেঘনা ব্রীজের ডবল লেন, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট চার লেন রাস্তা, ফ্লাইওভারসহ উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
চাঁদপুর কণ্ঠ : দেশকে নিয়ে আপনার কোনো কষ্ট-বেদনা-অতৃপ্তি আছে কি?
কামরুল হাসান অর্পণ : ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি’। কষ্ট-বেদনা আছে অবশ্যই। দেশের উন্নয়ন-অগ্রগতি যা হয়েছে তার চেয়ে দুর্নীতি বেশি হয়েছে। বাজেট অনুযায়ী দেশের উন্নয়নে যদি ৫০% কাজ হতো দেশের চেহারা বদলে যেতো। বদলে যেতো মানুষের ভাগ্য।
অতৃপ্তি হচ্ছে প্রবাসের মাটিতে বাংলাদেশি হিসেবে সম্মান নিয়ে কাজ করলেও নিজ দেশের মাটিতে এসে সেই সম্মান পাই না। মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদের ভাগ্য বদলাতে কাজ করে যাচ্ছেন, আশা করছি একদিন সফলতা আসবেই।
চাঁদপুর কণ্ঠ : সকলের উদ্দেশ্যে আপনার পছন্দের কিছু কথা বলুন।
কামরুল হাসান অর্পণ : আসুন সবাই মিলে দেশের উন্নয়ন অগ্রগতি ধরে রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।