শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ মার্চ ২০২২, ২১:০২

কুমিল্লা নামেই বিভাগ চাই এই দাবিতে

কুমিল্লা প্রবাসী সোসাইটি সৌদি আরবের উদ্যোগে গণস্বাক্ষর ও আলোচনা সভা

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়
কুমিল্লা প্রবাসী সোসাইটি সৌদি আরবের উদ্যোগে গণস্বাক্ষর ও আলোচনা সভা

রিয়াদে কুমিল্লা নামেই বিভাগ চাই এই দাবিতে কুমিল্লা প্রবাসী সোসাইটি সৌদি আরবের উদ্যোগে গণস্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রিয়াদে স্থানীয় এক কমিউনিটি সেন্টারে শেখ জামাল ও আলমগীর হোসেনের যৌথ সঞ্চালনায় কুমিল্লা প্রবাসী সোসাইটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নূরুল ইসলাম নূরু'র সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কুরআন হতে তেলাওয়াত করেন মোঃ রুস্তম খান। উপস্থিত সকলে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ ও বৃহত্তর কুমিল্লা বাসির প্রাণের দাবী কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়নের দাবীতে জোরালো বক্তব্য ও স্লোগান দেন।

গোটা বিশ্ব হতে বৃহত্তর কুমিল্লার প্রবাসীদের পক্ষ থেকে স্মারকলিপি ও গণস্বাক্ষর স্থানীয় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মনোহরগুঞ্জ উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া জেলার কৃতী সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ রফিকুল ইসলাম মাহবুব, চাঁদপুর জেলার কৃতী সন্তান সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়। আলোচনায় অংশগ্রহণ করেন নূরে আলম,আব্দুর রহিম নূরুল আমিন,মীর হোসেন,ইব্রাহিম, হাবীব উল্লাহ, এনামুল হক ভূঁইয়া প্রমুখ।

সবশেষে কুমিল্লা প্রবাসী সোসাইটির সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলামের বাবা দীর্ঘদিন অসুস্থবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে তার সুস্থতা কামনা করা সভাস্থলে বিশেষ দোয়া করেন মাওলানা নুরুল আমিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়