শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৩

সৌদি আরব অভিবাসী ব্যবসায়ীদের নিবন্ধন শেষ হচ্ছে ১৬ ফেব্রুয়ারি

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়
সৌদি আরব অভিবাসী ব্যবসায়ীদের নিবন্ধন শেষ হচ্ছে ১৬ ফেব্রুয়ারি

সৌদি আরবে বসবাসরত অভিবাসী ব্যবসায়ীদের নিবন্ধন সনদ গ্রহণ করার জন্য ২০২১ সাল থেকে সরকারিভাবে বলা হয়েছে। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি তার মেয়াদ শেষ হবে বলে ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত রিয়াদ বাংলাদেশ দুতাবাসের ইকোনমিক কাউন্সেলর মুর্তজা নোমান জুম মিটিং এর মাধ্যমে জানিয়েছেন।

তিনি আরও বলেন, ইতিমধ্যে যাহারা সৌদি সরকারের দেয়া সময়সীমার মধ্যে ব্যবসায়ী নিবন্ধন করেছেন তারা স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারবে, কোন ধরনের আইনি সমস্যা ছাড়া। আর যারা নিবন্ধন করেনি লুকিয়ে নামে, বেনামে ব্যবসা করছে তারা বিপদগ্রস্ত হবে, ৫ বছরের জেল এবং নগদ ৫ লাখ রিয়াল জরিমানা হবে। সেই ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ সহ তাকে নিজ দেশে ফেরত পাঠাবে এতে বাংলাদেশ দূতাবাসের কিছুই করার থাকবেনা।

ইকোনমিক কাউন্সেলর বলেন আমরা যে দেশে বসবাস করি সেই দেশের আইন মেনেই চলতে হবে এর বাহিরে কোনধরনের চিন্তা করা যাবেনা। তাই সবাই ১৬ ফেব্রুয়ারির মধ্যেই ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধন করে নিতে হবে। নিবন্ধন কৃতরা বছরে তাদের ব্যবসায়ী আকামার জন্য ১ লাখ রিয়াল দিতে হবে, আর যারা একবারে ৮ লাখ রিয়াল দিয়ে গোল্ডেন আকামা গ্রহণ করবেন তাদের পরিবার নিয়ে থাকতে পারবেন।

জুম মিটিংয়ে ডেলিগেট হিসাবে উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশন ও দৈনিক চাঁদপুর কন্ঠ পত্রিকার সৌদি ব্যুরো ইনচার্জ সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, ব্যবসায়ী হাসান মনির, মোহাম্মদ শফিকুল প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়