প্রকাশ : ৩০ জুন ২০২১, ১৮:৪৯
করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১১৫ : আক্রান্ত শনাক্ত সর্বোচ্চ ৮,৮২২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ১১৫ জন এবং আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে সর্বোচ্চ ৮ হাজার ৮২২ জন। এ নিয়ে দেশে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ১৪ হাজার ৫০৩ জন এবং আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জনে।
|আরো খবর
আজ ৩০ জুন বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩৭ হাজার ৮৬টি এবং ৫৬৫টি ল্যাবে ৩৫ হাজার ১০৫টি নমুনা পরীক্ষা করা হয়।।
গত ২৪ ঘণ্টায় দেশে যে ১১৫ জন মৃত্যুবরণ করে, তার মধ্যে পুরুষ ৭২ জন ও নারী ৪৩ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১০ হাজার ৩২৫ জন ও নারী ৪ হাজার ১৭৮ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে চারজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৫ জন ও ষাটোর্ধ্ব ৫৭ জন রয়েছেন। এ ছাড়া সরকারি হাসপাতালে ৮৭ জন, বেসরকারি হাসপাতালে ১৯ জন ও বাসায় নয়জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, খুলনা বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগে দুজন, সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে ১১ জন ও ময়মনসিংহ বিভাগে ছয়জন।