শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ৩০ জুন ২০২১, ০০:০০

চাঁদপুর বড়স্টেশন এলাকা পরিদর্শন

চাঁদপুর-লাকসাম রেলপথের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে : চট্টগ্রাম রেলওয়ের মহাব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন

মিজানুর রহমান ॥
চাঁদপুর-লাকসাম রেলপথের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে  : চট্টগ্রাম রেলওয়ের মহাব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের মহাব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন চাঁদপুর সফরে এসে বড়স্টেশন এলাকার উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন। ২৯ জুন মঙ্গলবার বেলা ১২টায় তিনি চীফ ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে চাঁদপুর রেলওয়ে স্টেশন এলাকাটি পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, চাঁদপুর-লাকসাম রেলপথের তালিকাভুক্ত সকল ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এই বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা রয়েছে। ওইসব স্থানে রেলওয়ের নতুন করে স্থাপনা নির্মাণ করা হবে। একই সাথে এসব অঞ্চলে যেসব রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী রয়েছে তাদের থাকার জন্যেও ব্যবস্থা করা হবে। খুব দ্রুত এই পথে ডাবল লাইন নির্মাণ করা হবে।

তিনি বলেন, আমাদের উন্নয়ন কাজগুলো নিজস্ব প্রকৌশলীর মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা সহযোগে করা হচ্ছে। রেলওয়ের এ উন্নয়ন কাজে তিনি চাঁদপুরবাসীর সহযোগিতা কামনা করেন ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের প্রধান প্রকৌশলী মোঃ সুবক্তগীন ও চীফ অপারেশন সুপারেন্টেডেন্ট এএম সালাহ উদ্দিন, কুমিল্লার সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ মোরছালীন রহমান, এসএসএএই (ওয়ে) (লাকসাম) মোঃ লিয়াকত আলী, এসএসএই (পূর্ত) আতিকুর রহমান আকন, চাঁদপুর স্টেশন মাস্টার মোঃ সোয়াইবুল শিকদার, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুরাদ উল্লাহ, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়