শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১৯:৪২

বাংলাদেশ সরকার হিন্দুদের চাকরিতে নিষেধাজ্ঞার গুজব নাকচ: প্রেস উইং

হিন্দুদের চাকরি নিষিদ্ধের গুজব

প্রতিবেদন : মো. জাকির হোসেন

বাংলাদেশ সরকার সরকারি চাকরিতে হিন্দু সম্প্রদায়ের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে—এমন গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে একটি এক্স হ্যান্ডেলের পোস্টে। তবে টাইমস অ্যালজেব্রা নামক অ্যাকাউন্টের এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে নাকচ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভ্যারিফায়েড ফেসবুক পেজ ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়েছে, “সরকার ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করে না। টাইমস অ্যালজেব্রার পোস্টে উল্লিখিত তথ্য এবং স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টার কথিত মন্তব্য দুটোই বানোয়াট।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সংবিধান অনুযায়ী সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সরকারি চাকরিসহ সমান সুযোগ-সুবিধা ভোগ করে।”

মিথ্যা প্রচারণার উদ্দেশ্য:

সরকারের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, টাইমস অ্যালজেব্রার পোস্টটি একটি রাজনৈতিক চক্রান্তের অংশ হতে পারে। “সরকারি চাকরিতে কোনো ধর্মীয় বা জাতিগত বৈষম্যের প্রমাণ নেই। এটি দেশি-বিদেশি অপপ্রচারের একটি নতুন কৌশল।”

তদন্তের নির্দেশ:

গুজব ছড়ানোর জন্য অ্যালজেব্রার মতো প্ল্যাটফর্মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

জনগণকে সতর্ক থাকার আহ্বান:

প্রেস উইং জনগণকে এই ধরনের ভুয়া তথ্য থেকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেছে, “নির্ভরযোগ্য ও দায়িত্বশীল উৎস থেকে তথ্য যাচাই করুন। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচারণা দেশের ঐক্য ও স্থিতিশীলতাকে আঘাত করার অপপ্রয়াস।”

সংবিধানের নিশ্চয়তা

বাংলাদেশের সংবিধানের ২৮(১) ধারা অনুযায়ী, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে কোনো নাগরিককে বৈষম্যের শিকার করা যাবে না।

গুজবটি মিথ্যা প্রমাণ হওয়ায় দেশের বিভিন্ন মহল থেকে এই ধরনের ভিত্তিহীন প্রচারণার তীব্র নিন্দা জানানো হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়