প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০১:২১
শ্রীনগরে শিক্ষক-সুপারভাইজারদের ৫ দিনব্যাপী বিষয়ভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন
মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪ এর সাব-কম্পোনেন্ট ২.৫)-এর আওতায় ৫ম শ্রেণির শিক্ষক-সুপারভাইজারদের ৫ দিনব্যাপী বিষয়ভিত্তিক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
|আরো খবর
১৭ই ডিসেম্বর সকাল ১০টায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক আব্দুল আলীম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুল হুদা (জেলা প্রোগ্রাম ম্যানেজার) এবং মোঃ রাজিব হাওলাদার (উপজেলা প্রোগ্রাম ম্যানেজার)। প্রশিক্ষণে অংশ নেন ৬৫ জন শিক্ষক ও ৪ জন সুপারভাইজার।
উদ্বোধনী বক্তব্যে শামসুল হুদা বলেন, “২০২২ সাল থেকে চলমান এই প্রকল্পে মুন্সীগঞ্জ জেলায় ৪২০ জন শিক্ষক কাজ করছেন। প্রকল্পটির লক্ষ্য ঝরে পড়া শিশুদের শিক্ষার আলোয় ফিরিয়ে আনা।”
শিক্ষক ফয়সাল হোসাইন তাদের অভিব্যক্তি প্রকাশ করে বলেন, “আমরা এ প্রকল্পের অংশ হতে পেরে গর্বিত। তবে জানুয়ারি ২০২৪ থেকে এখনো পর্যন্ত বেতনভাতা পাইনি, যা আমাদের হতাশ করেছে। আমরা চাই, আমাদের বেতনভাতা দ্রুত পরিশোধ করা হোক।”
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “শিক্ষকতা মহান পেশা। ঝড়ে পড়া শিশুদের শিক্ষা দেওয়ার মতো মানবিক কাজের জন্য আপনাদের ধন্যবাদ ও সম্মান জানাই।”
জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক আব্দুল আলীম বলেন, “আপনারা ধৈর্য ধরে দায়িত্ব পালন করছেন। আগামী জানুয়ারি ২০২৫ সালের ১০ তারিখের মধ্যেই বকেয়া বেতনভাতা পরিশোধ করা হবে।”
উল্লেখ্য, প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ঝরে পড়া শিশুদের পুনরায় মূলধারার শিক্ষার সাথে যুক্ত করার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।