শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০০:০০

মহামান্য রাষ্ট্রপতির সাথে দীপু মনির নেতৃত্বে সন্ধানীর প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রেস বিজ্ঞপ্তি ॥
মহামান্য রাষ্ট্রপতির সাথে দীপু মনির নেতৃত্বে সন্ধানীর প্রতিনিধি দলের সাক্ষাৎ

গত ২৫ জুন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাঃ দীপু মনি এমপির নেতৃত্বে সন্ধানীর একটি প্রতিনিধিদল মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও সন্ধানী অ্যালামনাই ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি ও সন্ধানী অ্যালামনাই ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডাঃ মনিলাল আইচ লিটু, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির কেন্দ্রীয় কাউন্সিলর অধ্যাপক ডাঃ মোঃ আলী আসগর মোড়ল ও অধ্যাপক ডাঃ আবুল খায়ের মোহাম্মদ সালেক, সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সভাপতি হাসিন মুকরামিন আজমাইন, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি মহাসচিব অধ্যাপক ডাঃ মোঃ জয়নুল ইসলাম, সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মুকাররাবিন হক নিবিড় এবং সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য অধ্যাপক ডাঃ দীপল কৃষ্ণ অধিকারী।

মহামান্য রাষ্ট্রপতির সাথে আলোচনায় প্রতিনিধিবৃন্দ স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান আন্দোলন এবং সন্ধানীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি মানব সেবায় অনন্য অবদানের জন্য সন্ধানীকে ভূয়সী

প্রসংশা করেন এবং আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার অনানুষ্ঠানিক সম্মতি জ্ঞাপন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়