শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ১৬:১৩

এসএসসি-এইচএসসি হোক বা না হোক যে কাজ করতেই হবে শিক্ষার্থীদের

রাসেল হাসান
এসএসসি-এইচএসসি হোক বা না হোক যে কাজ করতেই হবে শিক্ষার্থীদের

করোনা মহামারীতে স্থগিত থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষা যথাক্রমে আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে নেওয়া হবে। বৃহস্পতিবার (১৫ জুলাই) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিষয়টি জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে শর্ত হলো দেশের সার্বিক পরিস্থিতি ততদিনে ভালো হতো হবে। বর্তমানে দেশে প্রায় দুই শতাধিক মৃত্যু এবং বৈশ্বিক করোনার প্রাদুর্ভাব ফের বৃদ্ধি পাওয়ায় করোনার এ ঢেউ আদৌ নভেম্বর ডিসেম্বরে কমবে কি-না তা নিয়ে আশংকা থেকেই যায়। তাই শিক্ষামন্ত্রী নিশ্চিত করেছেন, যদি কোন কারনে পরীক্ষা না নেওয়া যায় তবে মূল্যায়ন হবে পূর্ববর্তী বোর্ড পরীক্ষার নম্বর ও অ্যাসাইনমেন্টের নম্বরের ভিত্তিতে।

তাই এসএসসি-এইচএসসি পরীক্ষা নভেম্বর ডিসেম্বরে হোক বা না হোক শিক্ষার্থীদের সর্বাত্বক গুরুত্ব দিয়ে অ্যাসাইনমেন্ট করতেই হবে। ১৮ জুলাই থেকে পরবর্তী ১২ সপ্তাহে মোট ২৪টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এসএসসি ও সমমানের পরীক্ষার শিক্ষার্থীদের। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান/উচ্চতর গণিত (যেটি আবশ্যিক বিষয়) এই তিনটি বিষয়ে সপ্তাহে দু'টি করে যে ২৪টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেই অধ্যায়ের পাঠগুলোই হবে নভেম্বরের ২য় সপ্তাহে অনুষ্ঠিতব্য সম্ভাব্য এসএসসি পরীক্ষার মূল সিলেবাস। একই ভাবে ব্যবসায়ে শিক্ষা শাখার মূল্যায়ন ও অ্যাসাইনমেন্ট হবে হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায়ে উদ্যোগ/ভূগোল/অর্থনীতি (যে বিষয়টি আবশ্যিক)। মানবিক বিভাগের শিক্ষার্থীদের মূল্যায়ন ও অ্যাসাইনমেন্ট হবে ইতিহাস, পৌরনীতি, ভূগোল/কৃষি শিক্ষা/অর্থনীতি (যে বিষয়টি আবশ্যিক) বিষয়ে। বাংলা, ইংরেজি, গণিত, ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে কোন অ্যাসাইনমেন্ট বা পরীক্ষা হবে না।

অপরদিকে ২৬ জুলাই থেকে সপ্তাহে ২টি করে পরবর্তী ১৫ সপ্তাহে মোট ৩০টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এইচএসসি ও সমমানের পরীক্ষার শিক্ষার্থীদের। কোন কারনে ডিসেম্বরে পরীক্ষা না এই অ্যাসাইনমেন্টের মার্কস, এসএসসি ও জেএসসি বোর্ড পরীক্ষার রেজাল্টের গড় দ্বারা ফলাফল ঘোষণা করা হবে। এইচএসসিতেও বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ে শিক্ষা শাখায় শুধু মাত্র গ্রুপের তিনটি আবশ্যিক বিষয়ে (ঐচ্ছিক বিষয় ব্যতিত) অ্যাসাইনমেন্ট ও পরবর্তীতে পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে। তাই অ্যাসাইনমেন্টের প্রতি গুরুত্ব দিতে হবে সর্বাত্বক। বাংলা ইংরেজির মত আবশ্যিক বিষয়ে অ্যাসাইনমেন্ট বা পরীক্ষা হবে না।

১৫ জুলাই বৃহস্পতিবার ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণ বিবেচনায় ২০২১ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচির (সিলেবাস) ভিত্তিতে যথাক্রমে ৬০ দিন এবং ৮৪ দিন শ্রেণি কার্যক্রম শেষ করে পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু করোনার বর্তমান মহামারির বিবেচনায় গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে শিক্ষার্থীদের। এর মধ্যে এসএসসি ও সমমানের অ্যাসাইনমেন্ট ১৮ জুলাই থেকে দেওয়া শুরু হবে। ১২টি সপ্তাহে মোট ২৪টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তিনটি নৈর্বাচনিক বা নৈর্ব্যক্তিক বিষয়ে প্রতি সপ্তাহে দুটি করে মোট ২৪টি অ্যাসাইনমেন্ট জমা দেবে শিক্ষার্থীরা। প্রতিটি নৈর্বাচনিক বিষয়ে মোট আটটি করে অ্যাসাইনমেন্ট করতে হবে। এর মাধ্যমে সংক্ষিপ্ত পাঠ্যসূচি সম্পন্ন করো হবে।

এ ছাড়া এইচএসসি ও সমমানের অ্যাসাইনমেন্ট ২৬ জুলাই শুরু হবে। ওই স্তরের শিক্ষার্থীদের ১৫ সপ্তাহে মোট ৩০টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তাদেরও গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে মোট ছয়টি পত্রে (প্রথম পত্র ও দ্বিতীয় পত্র) এই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। প্রতি পত্রে পাঁচটি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তাদেরও সপ্তাহে দুটি করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এভাবে তাদেরও সংক্ষিপ্ত সিলেবাস সম্পন্ন করা হবে।

বাংলা, ইংরেজিসহ আবশ্যিক বিষয়ে এবং চতুর্থ বিষয়ে কোনো অ্যাসাইনমেন্ট করতে হবে না শিক্ষার্থীদের। আবশ্যিক বিষয়ের নম্বর জেএসসি, এসএসসি ও সমমানের পরীক্ষার ‘বিষয় ম্যাপিং’ করে নম্বর নির্ধারণ করা হবে। অর্থাৎ শুধু নৈর্বাচনিক তিনটি বিষয়ের মূল্যায়ন হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয়, তাহলে অ্যাসাইনমেন্ট ও ‘বিষয় ম্যাপিংয়ের’ মাধ্যমে অথবা শুধু ‘বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে’ মূল্যায়ন হতে পারে। সেটি পরে জানানো হবে। তিনি মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে শিক্ষণ ফল অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়