মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১৪:২৩

আদালতে শুনানিকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অ্যাড. আব্দুল মান্নান খান

চৌধুরী ইয়াসিন ইকরাম
আদালতে শুনানিকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন  অ্যাড. আব্দুল মান্নান খান

চাঁদপুর জজ আদালতে মামলার শুনানিকালে মৃত্যুবরণ করেন অ্যাড. আব্দুল মান্নান খান ( মহিন)। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) সকাল সাড়ে ১১ টায় জেলা জজ আদালতে রিভিশন মামলা শুনানিকালে মাথা ঘুরিয়ে ফ্লোরে পড়ে যান তিনি। এ সময় তার মাথা বেঞ্চের সাথে ধাক্কা খেয়ে মাথায় রক্তাক্ত জখম হয়। সাথে সাথে আদালতে থাকা আইনজীবী ও সহকারীরা তাকে দ্রুত চাঁদপুুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। চাঁদপুর জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, অ্যাড. আব্দুল মান্নান খান মইনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। চাঁদপুর জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনূর বেগম বলেন, আমাদের আইনজীবী আব্দুল মান্নান আদালতে একটি রিভিশন মামলার এডমিশন শুনানি করতে ছিলেন। শুনানি করা অবস্থায় তিনি মাথা ঘুরে ফ্লোরে পড়ে যান। সাথে সাথে তাকে চিকিৎসার জন্যে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়। অ্যাড. আব্দুল মান্নান খান মহিন ২০১০ সালে চাঁদপুুর জেলা আইনজীবী সমিতিতে যোগ দেন। মৃত্যুর দিন পর্যন্ত আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন। তার মৃত্যুর খবর শুনে আদালত অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। হাসপাতাল থেকে আব্দুল মান্নান খান মহিনকে দুপুরে তার চাঁদপুুর সদর উপজেলা পরিষদের পেছনের নিজ বাড়িতে নিয়ে গেলে আইনজীবী সহ বিচার প্রার্থীরা তাকে এক নজর দেখার জন্যে সেখানে ছুটে যান। তার নিজ বাড়ি হাজীগঞ্জ উপজেলার বাজনাখাল এলাকায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়