সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০২:৩৩

চাঁদাবাজি থেকে নারী হয়রানি!

ঠাকুরগাঁওয়ের ওসির বিতর্কিত কর্মকাণ্ডের খতিয়ান

বিশেষ সংবাদদাতা :মো. জাকির হোসেন
চাঁদাবাজি থেকে নারী হয়রানি!
ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও ওসি শহিদুর রহমানের স্ট্যান্ড রিলিজ: বিতর্ক, অভিযোগ ও রাজনৈতিক ইঙ্গিত

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাত ৮টার দিকে রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশে এই আদেশ কার্যকর হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

এই বদলির খবর আসার পর রোববার সকালে নিজের ফেসবুক স্টোরিতে ওসি শহিদুর রহমান লেখেন—

“মিথ্যা গল্প সাজিয়ে লাভ নেই, উপকার আমারই হবে। প্রতিটি গল্পই এক একটা সাক্ষী। বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।”

এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্কের ঝড় বয়ে যায়। অনেকেই মনে করছেন, এটি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতেই তীর্যক প্রতিক্রিয়া।

অভিযোগের পাহাড়: নিরীহ নাগরিক ও ছাত্রীরাও ছাড় পাননি

সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সদ্য বদলি হওয়া ওসি শহিদুর রহমান মাত্র কয়েক মাসের মধ্যে সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করেছেন।

অজ্ঞাতনামা আসামি হিসেবে যে কাউকে ধরে এনে মোটা অঙ্কের টাকা নিয়ে ছেড়ে দেয়া ছিল নিয়মিত ঘটনা। অভিযোগ রয়েছে, তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের ছত্রচ্ছায়ায় কাজ করতেন এবং রাজনৈতিক মামলায় সুবিধা দিতেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, একটি কলেজপড়ুয়া ছাত্রীর পারিবারিক ঝামেলা মীমাংসার নামে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনাও তার বিরুদ্ধে রয়েছে।

ফখরুলের সফর ও সাংবাদিক সম্মেলনের তাৎপর্য

এই বদলির ঘটনার সঙ্গে একটি বড় রাজনৈতিক পটপরিবর্তনও জড়িত। ২ এপ্রিল ঠাকুরগাঁও সফরে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে অংশ নেন।

“আইনের রক্ষক যদি নিজেই ভক্ষক হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের আর কোথাও যাওয়ার জায়গা থাকে না। আমি এই অভিযোগগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি এবং বিষয়টি উর্ধ্বতন মহলে পৌঁছে দিচ্ছি।”

এই বক্তব্যের দুই সপ্তাহ পর ওসি শহিদুর রহমানের এই হঠাৎ বদলি ঘটনাটিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও চাপ: প্রশাসনের নীরব ভূমিকা?

স্থানীয়দের অনেকে দাবি করেছেন, ওসি শহিদুর রহমানকে ক্ষমতাসীন দলের নেতারা নির্দ্বিধায় ব্যবহার করেছেন। রাজনৈতিক মিটিং, মিছিল ও বিরোধী দলের ওপর দমন-পীড়নে তার ভূমিকা ছিল স্পষ্ট।

“যে ওসি থানায় আসার এক মাসের মাথায় বিভিন্ন ব্যবসায়ীকে ডেকে চাঁদা দাবি করেছিল, তাকে এতদিন কীভাবে রাখা হলো?” — এমন প্রশ্ন তুলেছেন এক স্থানীয় ব্যবসায়ী।

স্ট্যান্ড রিলিজ: আদৌ কি শাস্তিমূলক ব্যবস্থা?

শহিদুর রহমানকে স্ট্যান্ড রিলিজ করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করার বিষয়টি শাস্তিমূলক নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এটি বরং ‘বাধ্যতামূলক অবকাশ’ হিসেবেই দেখা হয়।

ফলে স্থানীয়দের একাংশ বলছেন, তাকে আসলে সাময়িকভাবে চাপের বাইরে নেয়া হয়েছে, না কী পরবর্তী কোনো দায়িত্বের প্রস্তুতি চলছে— সেটাই এখন ভাবনার বিষয়।

উপসংহার

ওসি শহিদুর রহমানের বদলি শুধু একজন কর্মকর্তার স্থান পরিবর্তন নয়, এটি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক প্রভাবের জটিল চিত্র তুলে ধরেছে।

তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্তসাপেক্ষ এবং তা নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা এখন প্রশাসনের দায়িত্ব। না হলে, এক ‘ওসি শহিদ’ যাবে, অন্য ‘ওসি শহিদ’ এসে সাধারণ মানুষকে আবারও হয়রানি করবে— এই আশঙ্কাই করছেন ঠাকুরগাঁওবাসী।

ডিসিকে / এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়