প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ১৯:৪৮
সাত বছর জেলা কারাগারে অন্তরীণ হত্যা মামলার আসামির মৃত্যু
সম্পত্তিগত বিরোধে হত্যা মামলার আসামি হয়ে চাঁদপুর জেলা কারাগারে সাত বছর কারাভোগ করাকালীন আমান উল্লাহ নামে এক হাজতীর মৃত্যু হয়েছে ।
|আরো খবর
শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫) দুপুরে চাঁদপুর জেলা কারাগার থেকে গুরুতর অসুস্থাবস্থায় আমান উল্লাহকে সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে বলে জানান ওই চিকিৎসক।
মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের ছটাকি গ্রামের নজরুল আমিনের ছেলে আমান উল্লাহ। সম্পত্তিগত বিরোধের জের ধরে ২০১৮ সালে তার সৎ চাচা হারুন বাদী হয়ে আমান উল্লাহকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ সাত বছর জেলে থাকার পর অবশেষে তার মৃত্যু হয়।
জানা যায়, টাকার অভাবে উকিল ধরে জামিনে বের হতে পারেননি আমান উল্লাহ। তার বাবা নজরুল আমিন ভিক্ষাবৃত্তি করে ২ লাখ ৩০ হাজার টাকা জোগাড় করে বাদী হারুনকে দেন। তারপরেও ছেলেকে জীবিত কারাগার থেকে বের করতে পারেননি।
এই ঘটনায় চাঁদপুর মডেল থানার পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করেন।
চাঁদপুর জেলা কারাগারের ডেপুটি জেলার জান্নাতুল ফেরদৌস জানান, কারাগারে অসুস্থ হওয়ার পর ৫৫ বছর বয়সী হাজতী (আসামি নং ৫১৩৩) আমান উল্লাহকে জেনারেল হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে।