রবিবার, ০৪ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ১৭:০৫

চাঁদপুরে ক্ষতিকর জেলি মেশানো ৯০ মণ চিংড়ি জব্দ

অনলাইন ডেস্ক
চাঁদপুরে ক্ষতিকর জেলি মেশানো  ৯০ মণ চিংড়ি জব্দ

চাঁদপুরে ক্ষতিকর জেলি মেশানো ৯০ মণ চিংড়ি জব্দ করেছে সদর উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড।

রবিবার ৩ মার্চ রাত সাড়ে তিনটার সময় অভিযান পরিচালনা করে চাঁদপুর হরিণা ফেরিঘাটে খুলনা থেকে চট্টগ্রামগামী বাস থেকে ৩ হাজার ৬শ’ কেজি (৯০ মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

তিনি বলেন, শনিবার দিনগত গভীর রাতে অভিযান পরিচালনা করে হরিনা ফেরিঘাট এলাকার একটি পরিবহনের বাস হতে জেলিযুক্ত চিংড়ি মাছগুলো জব্দ করা হয়। পরবর্তীতে এসব চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। তবে চিংড়ির মালিক দাবী করা কাউকে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

অভিযানে চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, ক্ষেত্র সহকারী মো. মোশারফ হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার মো. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

এদিকে, কোস্টগার্ড দপ্তর থেকে জানানো হয়,

গোপন সংবাদের ভিত্তিতে তারা ওই রাতে চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্টেশন কমান্ডার চাঁদপুর লেঃ কমান্ডার কাজী আকিব আরাফাত (এক্স), বিএন এর নেতৃত্বে চাঁদপুর জেলার হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় খুলনা হতে চট্টগ্রাম গামী ১টি বাস হতে ৩৬০০ কেজি (৯০ মণ) অবৈধ জেলিপুশকৃত চিংড়ী জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩৬ লক্ষ টাকা। পরবর্তীতে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ জামিল হোসেন এর উপস্থিতিতে জব্দকৃত জেলিপুশকৃত চিংড়ী মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়