প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ২০:৫৮
ঈশানবালায় চেয়ারম্যানের ভাইয়ের নেতৃত্বে কৃষক পরিবারের উপর সন্ত্রাসী হামলা
বসত বাড়িতে লুটপাটের অভিযোগ
হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউপি চেয়ারম্যান আবু নাসের আল সউদের ভাই রিয়াদ সর্দারের নেতৃত্বে ওই এলাকার ঢালী বাড়ির মৃতঃ ওহাব ঢালীর ছেলে সেলিম ঢালীর উপর সন্ত্রাসী হামলা ও বসত বাড়িতে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
আহত সেলিম ঢালী জানায়, গত ১০-১৫ দিন পূর্বে রাত প্রায় ১১টার সময় আমি আমার বসত বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় আমাদের চেয়ারম্যানের ভাই রিয়াদ সর্দারের নেতৃত্বে ১৫-২০ জন এসে আমার বাড়িতে অতর্কিত হামলা চালায় এবং বাড়ি থেকে মারতে মারতে আমাকে শরীয়তপুরের চরজালালপুর নিয়ে ফেলে রাখে। পরে খবর পেয়ে স্বজনরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আমি আজ ৯ দিন হাসপাতালে ভর্তি। তারা আমার স্ত্রী ও মায়ের উপরও হামলা করে। এমনকি আমি হাসপাতালে থাকা অবস্থায় আমার একটি গরু শরীয়তপুর নিয়ে বিক্রি করে দেয়। এছাড়াও বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্নালঙ্কার নিয়ে যায়। আমার সাথে তাদের তেমন কোনো শত্রুতা নেই। নির্বাচনে আমরা তার ভাইকে ভোট দিয়েছি। তারা আমাকে আগের চেয়ারম্যানের লোক মনে করে এই হামলা চালিয়েছে। আমি এই ঘটনাটি চেয়ারম্যানকে একাধিক বার জানিয়েও কোনো ফল পাইনি। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে নীলকমল ইউপি চেয়ারম্যান আবু নাসের আল সউদের বক্তব্যে জানতে চাইলে (মুঠোফোনে) তিনি বলেন, আমি একটা প্রোগ্রামে আছি।আপনাকে প্রোগ্রাম শেষ করে ফোন দিবো।