প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৩
প্রাইভেটকারে মাদক পাচার ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ইদানিং চাঁদপুর দিয়ে অভিনব কায়দায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা গাঁজা ফেনসিডিল সহ মাদকের বড় বড় চালান বিভিন্ন জেলায় পাচার করছে।চাঁদপুরের অভ্যন্তরেও ঢুকছে প্রচুর মাদক।
প্রাইভেটকার বোঝাই করে মাদকের বড় চালান পাচারকালে পুলিশের জালে ধরা পরল রবিউল হাসান নামে এক মাদক ব্যবসায়ী।
চাঁদপুর মডেল থানার এএসআই শহীদুল্লাহ ও হেলাল সোর্সের মাধ্যমে তথ্য পেয়ে হরিনা ফেরিঘাট এলাকায় জাহিদ হোটেলের সামনে থেকে ঢাকা মেট্রো গ ২৮-৩০১২ নামে করোলা এক্সিও নামে একটি প্রাইভেটকার আটক করে।
এ সময় প্রাইভেটকারের পিছনের ডালা খুলে ভিতরে বস্তা বোঝাই ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় ।
আটক মাদক ব্যবসায়ী রবিউল হাসান কুমিল্লা সদর দক্ষিণ ১৭ নং ওয়ার্ড লালমাই এলাকার আব্দুল জলিলের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত এই মাদক কারবারিরা প্রাইভেটকার বোঝাই করে চাঁদপুর ফেরিঘাট হয়ে দেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে মাদকের বড় বড় চালান পাচার করে। কুমিল্লা থেকে গাঁজার এই বড় চালান নিয়ে চাঁদপুরে আসার পথে গোপন সংবাদ পেয়ে হরিনা ফেরিঘাট আসার পর গাড়িটি ধরা হয়।
আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইতিপূর্বেও এই ফেরিঘাট দিয়ে পাচারের সময় আরো কয়েকটি মাদকের বড় চালান আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা আটক করতে সক্ষম হয়।