শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০১:১৩

চাঁদপুরে বিএসটিআই কুমিল্লা সার্ভিল্যান্স টিমের অভিযান

১২ প্রতিষ্ঠানকে পণ্যের মান সনদ গ্রহণের পরামর্শ

স্টাফ রিপোর্টার
১২ প্রতিষ্ঠানকে পণ্যের মান  সনদ গ্রহণের পরামর্শ

চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে বিএসটিআই কুমিল্লা অফিস কর্তৃক সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়েছে।রোববার ৮ অক্টোবর,২০২৩ খ্রিঃ তারিখে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন বিএসটিআই, কুমিল্লা জেলা অফিসের কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম শাকিল।

এসময় ১২ প্রতিষ্ঠানকে তাদের পণ্যের অনুকূলে বিএসটিআই মান সনদ গ্রহণ ও নবায়নের পরামর্শ দেয়া হয়।এবং ৭ প্রতিষ্ঠান সমূহের উৎপাদিত বা মোড়কজাতকৃত পণ্যের সিএম লাইসেন্স থাকায় তাদের প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

তা'ছাড়া ভিটামিন এ ও আয়োডিনের উপস্থিতি পরীক্ষণের নিমিত্তে বাজার হতে বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেল ও লবণ সংগ্রহ করা হয়।

অভিযানে ১। মেসার্স যুগল মিষ্টান্ন ভান্ডার, ঘোষ পট্টি, পুরান বাজার, সদর ,চাঁদপুর কে ফার্মেন্টেড মিল্ক (দ‌ই) পণ্যের অনুকূলে বিএসটিআই মান সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।২। মেসার্স প্রাইম ফুড প্রোডাক্ট, বাতাসা পট্টি, পুরান বাজার, সদর ,চাঁদপুর কে উৎপাদিত বিস্কুট , ব্রেড ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই মান সনদ নবায়নের পরামর্শ প্রদান করা হয়।৩। মেসার্স হাজী ফুড প্রোডাক্ট, হরিসভা রোড, পুরান বাজার, সদর ,চাঁদপুর কে উৎপাদিত বিস্কুট , ব্রেড ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই মান সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।৪। মেসার্স পাঁচতারা ফুড প্রোডাক্ট, রয়েজ রোড, পুরান বাজার, সদর ,চাঁদপুর কে প্রেরিত বিল পরিশোধের তাগাদা প্রদান করা হয়।৫। মেসার্স প্রগতি টি হাউজ, বাতাসা পট্টি, পুরান বাজার, সদর ,চাঁদপুর কে ব্ল্যাক টি পণ্যের অনুকূলে বিএসটিআই মান সনদ নবায়নের পরামর্শ প্রদান করা হয়।৬। মেসার্স সাইফুল বেকারি, নতুন রাস্তা মেরকাঠিরোড, , পুরান বাজার, সদর ,চাঁদপুর কে উৎপাদিত বিস্কুট , ব্রেড ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই মান সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।৭। মেসার্স আজমিরী বেকারি, নিতাইগঞ্জ, পুরান বাজার, সদর ,চাঁদপুর কে উৎপাদিত বিস্কুট পণ্যের অনুকূলে বিএসটিআই মান সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।৯। মেসার্স মনোরঞ্জন সাহামিষ্টি দোকান, বাতাসাপট্টি, পুরান বাজার, সদর ,চাঁদপুর কে ফার্মেন্টেড মিল্ক (দ‌ই) পণ্যের অনুকূলে বিএসটিআই মান সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।১০। মেসার্স ঘোষ কেবিন, ঘোষ পট্টি, পুরান বাজার, সদর ,চাঁদপুর কে ফার্মেন্টেড মিল্ক (দ‌ই) পণ্যের অনুকূলে বিএসটিআই মান সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।১১। মেসার্স সুনন্দ কেবিন, ঘোষ পট্টি, পুরান বাজার, সদর ,চাঁদপুর কে ফার্মেন্টেড মিল্ক (দ‌ই) পণ্যের অনুকূলে বিএসটিআই মান সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।১২। মেসার্স দুলাল মিষ্টান্ন ভান্ডার, ঘোষ পট্টি, পুরান বাজার, সদর ,চাঁদপুর কে ফার্মেন্টেড মিল্ক (দ‌ই) পণ্যের অনুকূলে বিএসটিআই মান সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

নিম্নলিখিত প্রতিষ্ঠানসমূহের উৎপাদিত বা মোড়কজাতকৃত পণ্যের সিএম লাইসেন্স থাকায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়:- ১। মেসার্স সুরুচি মিষ্টান্ন ভান্ডার, ঘোষ পট্টি, পুরান বাজার, সদর ,চাঁদপুর।২। মেসার্স আলম ফুড প্রোডাক্ট, নিতাইগঞ্জ, পুরান বাজার, সদর ,চাঁদপুর।৩। মেসার্স শাহজালাল টি হাউস, বাতাসাপট্টি, পুরান বাজার, সদর ,চাঁদপুর।৪। মেসার্স মেঘনা টি হাউস, বাতাসাপট্টি, পুরান বাজার, সদর ,চাঁদপুর।৫। মেসার্স বেঙ্গল টি হাউস, বাতাসাপট্টি, পুরান বাজার, সদর ,চাঁদপুর।৬। মেসার্স লাকি অয়েল মিল, বাতাসাপট্টি, পুরান বাজার, সদর ,চাঁদপুর।৭। মেসার্স সিএইচ অয়েল মিল, বাতাসাপট্টি, পুরান বাজার, সদর ,চাঁদপুর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএসটিআই, কুমিল্লা জেলা অফিসের কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম শাকিল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়