প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ২৩:০১
মহামায়া বাজারে ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর সদরের মহামায়া বাজারে অভিযান পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি টীম ২৮ আগস্ট দুপুরে এ অভিযান চালানো হয়।
সহকারী পরিচালক নুর হোসেন জানান, মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে হাজী আব্দুল হক ট্রেডার্সকে ৫,০০০/-, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করার দায়ে আক্তার বিরিয়ানি হাউজকে ৩,০০০/- এবং মূল্য তালিকা না থাকায় মনির সুইটমিটকে ১,০০০/- সহ সর্বমোট ৩ টি প্রতিষ্ঠানকে ৯,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানসমূহ তদারকি ও সতর্ক করা হয়েছে।
তিনি বলেন, যেসব প্রতিষ্ঠান আইন মেনে ব্যবসা করছে মূল্য তালিকা প্রদর্শন করছে, তাদেরকে ধন্যবাদ জানান এবং আইন মেনে ব্যবসা পরিচালনা অব্যাহত রাখার জন্য উৎসাহিত করা হয়েছে।
অভিযানের সময় জেলা পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।