রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০০:০০

বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সম্পর্ক প্রসঙ্গ

বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সম্পর্ক প্রসঙ্গ
অনলাইন ডেস্ক

হাদিসে আছে, যে আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। কথা হলো প্রতিবেশী কে? প্রতিবেশী শব্দটি ব্যাপকতায় সমৃদ্ধ একটি শব্দ। সে আলোকে ভাড়াটিয়া ও বাড়ির মালিক পরস্পর পরস্পরের প্রতিবেশী। হযরত আয়েশা (রাঃ) প্রতিবেশীর ব্যাখ্যায় বলেন, তোমার ঘরের চারপাশের ৪০টি ঘরের অধিবাসীরা তোমার প্রতিবেশী। কাজেই এ হাদিসের আলোকে একজন বাড়িওয়ালা যদি নিজ বাড়িতে অবস্থান করেন, তাহলে তার প্রতিজন ভাড়াটিয়াই তার প্রতিবেশী। সে বোধ থেকে অনেক বাড়িওয়ালাই তার প্রতিজন ভাড়াটিয়ার সাথে সুসম্পর্ক বজায় রাখেন এবং প্রতিবেশীর হক আদায় করেন। এমন বাস্তবতায় যদি জানা যায় 'ভাড়াটিয়া কর্তৃক বাড়িওয়ালার মেয়ে ও নাতিকে অপহরণের অভিযোগে থানায় জিডি' শিরোনামের সংবাদ, তখন সচেতন বিবেকবান মানুষ মাত্রকেই ব্যথিত হতে হয়।

সংবাদটিতে চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের শিলন্দিয়া এলাকায় ভাড়াটিয়া কর্তৃক এক বাড়িওয়ালার মেয়ে ও নাতিকে অপহরণের অভিযোগ সম্পর্কে লিখা হয়েছে। চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, এই ভাড়াটিয়া হচ্ছে মৈশাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে রাব্বী গাজী। সে সস্ত্রীক দীর্ঘদিন যাবৎ ভাড়াটিয়া হিসেবে শিলন্দিয়ায় বসবাস করে আসছেন। দীর্ঘদিনের ভাড়াটিয়া হওয়ায় বাড়িওয়ালার পরিবারের সাথে সখ্যতা গড়ে উঠে। এ সুবাদে ভাড়াটিয়া রাব্বী বাড়িওয়ালীর কাছে ২ লাখ টাকা ধার চান। কিন্তু বাড়িওয়ালা তার কাছে টাকা নেই বলে জানান। এতে ভাড়াটিয়া রাব্বী গাজী বাড়িওয়ালার ওপর ক্ষিপ্ত হন এবং বাড়িওয়ালার মেয়ে আর্জির প্রতিও ক্ষিপ্ত হন। গত ১৭ জুলাই সোমবার আর্জি চাঁদপুর শহরের মাদ্রাসা রোড (আবুলের দোকান)-এর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার সময় আর্জি ও তার সন্তান আয়াত (৪)কে ভাড়াটিয়া রাব্বী অপহরণ করে। বাড়িওয়ালা বলেন, ভাড়াটিয়া রাব্বীকে টাকা ধার না দেয়াতেই সে আমার মেয়ে ও নাতিকে অপহরণ করেছে।

নিঃসন্দেহে ভাড়াটিয়া কর্তৃক বাড়িওয়ালার বিবাহিত মেয়ে ও তার নাতিকে অপহরণের অভিযোগটি উদ্বেগজনক। পুলিশ এ বিষয়ে তদন্ত করে সত্যতা খুঁজে পেলে সেটি যে কোনো বাড়িওয়ালা মাত্রকেই চিন্তিত করবে। কিছুদিন আগে চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় ভাড়াটিয়া স্বামী-স্ত্রী কর্তৃক বাড়িওয়ালার বৃদ্ধা মাকে স্বর্ণালঙ্কারের লোভে হত্যা করা এবং এ ব্যাপারে স্বীকারোক্তিতে প্রতিবেশীর হক রক্ষায় আন্তরিক প্রতিটি বাড়িওয়ালা রীতিমত আহত হয়েছেন। সেজন্যে ভাড়াটিয়ার সাথে সম্পর্কের মাত্রাজ্ঞান বজায়ের আবশ্যকতা বিষয়ে তাগিদ তৈরি হয়েছে বলে আমরা মনে করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়