শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩, ১৯:৪৬

চাঁদপুরে পিবিআইয়ের তৎপরতায় অপহরণ মামলার ভিকটিম উদ্ধার

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে পিবিআইয়ের তৎপরতায় অপহরণ মামলার ভিকটিম  উদ্ধার

চাঁদপুরে পিবিআইয়ের তৎপরতায় অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধার হওয়ায় স্বজনদের মাঝে স্বস্তি ফিরেছে। ২ এপ্রিল রোববার ভিকটিমকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ। তিনি জানান, গেলো ১৭ ফেব্রুয়ারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চাঁদপুর এর দরখাস্ত মামলা নং-৫৯/২৩ ভিকটিমকে রাত ৯টায় আসামীগন কর্তৃক অপহরণ করা হয় মর্মে বাদী আদালতে অভিযোগ দায়ের করে। তার প্রেক্ষিতে পিবিআই পুলিশ পরিদর্শক মীর মাহবুবুর রহমান ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মোঃ ফজলুর রহমান চৌধুরীসহ একটি বিশেষ টিম তৎপরতা চালায়। অবশেষে ২ এপ্রিল রোববার ভোরে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। পিবিআই সূত্রে আরও জানা যায়, এই মামলায় বিবাদীগণ হচ্ছেন কচুয়ার চাঙ্গিনী গ্রামের আঃ মমিনের ছেলে মাসুদ রানা(৩২), মৃত ফজলুল হকের ছেলে আ: মমিন (৪৯) ও আ: রহিম(৪৭)।

এ বিষয়ে পিবিআই পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ বলেন, ভোর সাড়ে ৫টায় তথ্য প্রযুক্তির সহায়তায় কচুয়ার আশরাফপুর ইউনিয়নের চাঙ্গিনী সাকিনের ৯নং ওয়ার্ড এলাকা হতে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে । পরে তাকে মেডিকেল পরীক্ষা শেষে আদালতে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়