বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২, ০৮:৩২

চান্দ্রায় রোকেয়া মেডিকেল হলের মালিকের প্রতারণা

ডাক্তার না হয়েও তিনি ডাক্তার!

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
ডাক্তার না হয়েও তিনি ডাক্তার!

ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারের দক্ষিণ গলিতে অবস্থিত রোকেয়া মেডিকেল হলে নিম্নমানের ঔষধ বিক্রি করা হয়। জানা যায়, রোকেয়া মেডিকেল হলের মালিক মোঃ মাইনুল ইসলাম মিলন নিম্নমানের ঔষধ ক্রয় করে এনে অধিক মূল্যে বিক্রি করে থাকে। এতে মানুষজন প্রতারিত হচ্ছে। জ্বরের যে পরিমাণ ঔষধ দেওয়া প্রয়োজন তার চেয়ে বেশি ঔষধ দিয়ে টাকা হাতিয়ে নেয়। এমনকি তার ভিজিটিং কার্ডে লেখা রয়েছে ডাঃ মোঃ মাইনুল ইসলাম মিলন, ডি এম এস ( স্বাস্থ্য), সিআইএমটি, চট্টগ্রাম, মেডিসিন, শিশু রোগ ও সার্জারীর উপর প্রশিক্ষণপ্রাপ্ত।

কিন্তু আদৌ তার এ সকল প্রশিক্ষণ আছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এমনকি সে তার নামের আগে ডাঃ লেখার নিয়ম না থাকলেও সে রোগীদেরকে আকৃষ্ট করার জন্য তার নামের পূর্বে ডাঃ ব্যবহার করে প্রতারণা করে আসছে। তার ডাঃ লেখা ভিজিটিং কার্ড বিভিন্ন জায়গায় মানুষের হাতে হাতে পৌঁছিয়ে দেয়। এমনকি সপ্তাহে একদিন চক্ষু রোগের ডাক্তার তার দোকানে বসানো হয় এবং মাইকিং করে তার দোকানের ও তার নাম প্রচার করে থাকে। সে প্রভাব খাঁটিয়ে নিম্নমানের ঔষধ বিক্রিসহ ডাঃ পদ ব্যবহার করে। এ ব্যাপারে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জনৈক ডাঃ বলেন তার নামের পূর্বে ডাঃ লেখার নিয়ম নেই। চাঁদপুর শহরের বেসরকারি জনৈক ডাঃ বলেন, তার পদ-পদবি অনুযায়ী সে তার নামের পূর্বে ডাঃ লেখতে পারে না। এ ব্যাপারে মাইনুল ইসলাম মিলনের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি ক্ষিপ্ত হয়ে ফোন কেটে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়