বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ৩০ জুলাই ২০২১, ২১:৪২

ড্রেজারের জরিমানা মানেই ৫০ হাজার টাকা!

কামরুজ্জামান টুটুল
ড্রেজারের জরিমানা মানেই ৫০ হাজার টাকা!
হাজীগঞ্জের দিকচাইল মাঠের ড্রেজার পাইপ ধ্বংস করা হচ্ছে। ছবি : চাঁদপুর কণ্ঠ।

ড্রেজারের জরিমানা মানেই ৫০ হাজার টাকা জরিমানা। এটাই এখন অবৈধ ড্রেজার মালিকদের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। তারপেরও ড্রেজার চলা বন্ধ নেই। যে যেখান দিয়ে পারছে, ড্রেজার বসিয়ে ধ্বংস করছে কৃষি জমিসহ জলাধার। অবৈধ ড্রেজার বসিয়ে কৃষি জমি নষ্ট, জলাধার ভরাট করার অপরাধে সম্প্রতি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রায় দিন ড্রেজার নিয়ে অভিযান পরিচালনা করে জরিমানাসহ ধ্বংস করছেন ড্রেজার। সর্বশেষ শুক্রবার একটি ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা করে ভ্রাম্যামান আদালত। এ সময় ড্রেজারের পাইপগুলোকে কুপিয়ে ধ্বংস করে আদালত।

আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

জরিমানা প্রদানকারী ড্রেজার মালিক আলমগীর হোসেন হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউয়নের চিকচাইল গ্রামের আব্দুল মালেকের ছেলে।

আদালত সূত্র জানায়, দিকচাইল মাঠে বেশ কয়েকদিন ধরে আলমগীর অবৈধ ড্রেজার বসিয়ে কৃষি জমি ধ্বংস করে আসছে। এদিন আদালতের কাছে দোষ স্বীকার করায় আলমগীরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় আদালত উক্ত ড্রেজারের পাইপ ধ্বংস করে।

অপরদিকে একই দিন কঠোর লকডাউনের মধ্যে স্বাস্থ্য বিধি না মানায় উপজেলার রামচন্দ্রপুর বাজার ও রামপুর বাজারে ১০ টি মামলা পরিচালনা করা হয়। এতে করে দুই হাজার ৫শ টাকা জরিমানা করে আদালত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন আমাদের এসকল অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য সম্প্রতি সময় হাজীগঞ্জে যে সকল ড্রেজারের জরিমানা হয়ে তার সকল কয়টির মালিককে ৫০ হাজার টাকা জরিমানাসহ জব্দ করা হয়েছে ড্রেজার সমূহকে। কিছু কিছু ড্রেজার পরিচালককে ও জরিমানা গুনতে হয়েছে ভ্রাম্যমান আদালতে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়