শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০২ জুন ২০২২, ১৮:৩২

মিথ্যা মামলার হয়রানি থেকে বাঁচতে চায় ফারুক মোল্লা

এমরান হোসেন লিটন
মিথ্যা মামলার হয়রানি থেকে বাঁচতে চায় ফারুক মোল্লা

সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা এবং আর্থিক সংকটে ফেলানোর জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করেছেন চাঁদপুর, ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মোল্লাবাড়ির দীর্ঘদিনের ইউপি সদস্য ফারুক মোল্লা। তিনি বলেন তার বাবা ছিলেন একজন প্রাইমারি শিক্ষক। ফারুক মোল্লা ছিলেন একজন সেনা কর্মকর্তা। এলাকার জনপ্রিয় মানুষ। সেই আলোকে এলাকার মানুষ তাকে মেম্বার নির্বাচন করেন। তিনিও সফলতার সাথে দশ বছর মেম্বারের দায়িত্ব পালন করেছেন। এলাকায় তারা মর্যাদাশীল একটি পরিবার, কিন্তু ব্যাঘাত ঘটে তাদের বাড়ির নব্য টাকাওয়ালা কাদির মোল্লা। ফারুক মোল্লা বলেন, কাদির মোল্লা বয়সে এখনো ছোট, একটি দোকানের কর্মচারী হইতে বহুবিবাহ করে, ঢাকায় ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান দেয়, ব্যবসার আড়ালে অবৈধভাবে টাকা উপার্জন করে এখন তিনি ভাল টাকার মালিক। তাই প্রতিহিংসার বশবর্তী হয়ে বাড়ির আবিদুর রহমান মোল্লাকে দিয়ে একের পর এক আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাচ্ছে।

ফারুক মোল্লা আরো বলেন, বাড়ির একমাত্র শত বছরের পুরনো রাস্তা, যাহা সবাই ব্যবহার করত। কিন্তু সেই রাস্তাটি কাদের মোল্লার সুবিধামতো হওয়ায় তার উপর দেওয়াল নির্মাণ করে তিনি দখল করে নিয়েছেন। সেখানে আমি এবং বাড়ির অন্যান্যরা বাধা দিতে গেলে কাদির মোল্লা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করে। অন্যদিকে ফারক মোল্লাদের পুরান বাড়ির পশ্চিম পাশের পুকুরে দক্ষিণ পাড়ের পাকা ঘাট এবং সেখানে থাকা গাছপালা সব তাদের পৈত্রিক সম্পত্তি, এবং সেখানে তাদের মোট ৮ শতাংশ সম্পত্তি আছে বলে কারক মোল্লা বলেন। কিন্তু কাদির মোল্লা হঠাৎ তার চাচা আবিদুর রহমান মোল্লাকে দিয়ে মিথ্যা মামলা করিয়ে ওই সম্পত্তি তাদের দাবি করে আসছে। এবং সেখান থেকে ফারুক মোল্লাদের অনেকগুলো গাছ কাদির মোল্লারা কেটে নিয়ে যায়।

এছাড়া ফারুক মোল্লা আরো অভিযোগ করে বলেন, তাদের নতুন বাড়িতে মোট সম্পত্তি ২৪ শতাংশ। এবং তার জেটা হাবিবুর রহমান মোল্লা হতে কিনেছে সোয়া ১২ শতাংশ, যার দলিল নং ৬৯৬২ এবং আবিদ মোল্লা হতে কিনেছে ১ শতাংশ, যার দলিল নং ৫৭০২। দুটি দলিলের চৌহদ্দি- উত্তরে আব্দুল মান্নান, দক্ষিণে সিদ্দিকুর রহমান, পূর্বে ইজমালি পুকুর, পশ্চিমে ইজমালি ও কাদের মোল্লা, এবং দলিল গুলো সাফ কবলা দলিল। সেই অনুপাতে ফারুক মোল্লাদের নতুন বাড়ির পশ্চিম পাশে কাদের মোল্লার সম্পত্তি সম্পত্তির জায়গায় আছে। কিন্তু অভিযোগকারী ফারুক মোল্লা বলেন কাদের মোল্লা টাকার গরমে হিংসার বশবর্তী হয়ে তার জায়গা আমাদের বসতবাড়ির নিচে বলে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে বলে তিনি এই প্রতিনিধিকে বলেন।

অভিযোগের আলোকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কাদের মোল্লা বাড়ির শতবছরের এজমালি পথে পাকা দেওয়াল নির্মাণ করে রেখেছে। এবং পুরান বাড়ির পশ্চিম পাশের পুকুরের দক্ষিণ পাড়ের ফরুক মোল্লাদের বিভিন্ন গাছ কাদের মোল্লারা কেটে নিয়ে গেছে। এবং ফারুক মোল্লাদের নতুন বাড়ির পশ্চিম পাশে কাদের মোল্লার জায়গা কাদের মোল্লার জায়গায় পড়ে আছে। এসব নিয়ে কাদের মোল্লাকে না পেয়ে তার চাচা আবিদ মোল্লার সাথে কথা হলে তিনি সঠিক কোন জবাব দিতে না পেরে তার ভাতিজা কাদের মোল্লা এসব বিষয়ে কথা বলবেন বলে তিনি জানান। এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক অনেকের সাথে কথা হলে তারা বলেন, ফারুক মোল্লারা এলাকার সম্মানিত এবং সামাজিক মর্যাদাশীল লোক। কাদির মোল্লা গত কয়েকবছর ঢাকায় থেকে কি সব করে ভালো টাকা উপার্জন করছে। তাই টাকার দাপটে মিথ্যা মামলা করে ফারুক মোল্লাদের হয়রানি করছে।

ফারুক মোল্লা বলেন, কাদের মোল্লা তার চাচা আবিদ মোল্লাকে দিয়ে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা করে আমাদের পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করছে, আমরা মাননীয় আদালত ও প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়