শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৪ মার্চ ২০২২, ০২:২০

চাঁদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কতৃক ভেজাল সার আটক

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কতৃক ভেজাল সার আটক

চাঁদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কতৃক ভেজাল সার আটক করা হয়। পরে আটককৃত সারগুলো পরীক্ষা নিরীক্ষা শেষে গতকাল ৩ মার্চ বৃহস্পতিবার আগুনে পুড়িয়ে নস্ট করে দেওয়া হয়ছে বলে জানা যায়। চাঁদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ নিজাম উদ্দীনের নেতৃত্বে সদর উপজেলা কৃষি কর্মকর্তাগন ৫ নং রেলওয়ে ঘাট সহ বাবুরহাট বাজার এলাকায় অবস্থিত বিভিন্ন সারের দোকানে তল্লাশি চালায়। তল্লাশির এক পর্যায়ে কয়েকটি দোকান থেকে ভেজাল সন্দেহে কয়েকটি কোম্পানির সার আটক করেন। পরে আটককৃত সারগুলো মান নির্নয়ের জন্য নিয়ে যাওয়া হয়। উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার জানান কৃষি সম্প্রসারন অফিসার মোঃ নিজাম উদ্দীন কতৃক জব্দকৃত ৮ টি রাসায়নিক সারের নমুনা মান নির্ণয়ের জন্য কুমিল্লার শাসনগাছা আঞ্চলিক গবেষণাগার মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে প্রেরন করা হয়। তার মধ্যে সরকারি বিনির্দেশ এবং সার (ব্যবস্থাপনা) আইন ২০০৬, ধারা ১৭ উপধারা ২ (ঘ) অনুসারে ৪ টি সারের নমুনায় ভেজাল পাওয়া যায়। ফলে জব্দকৃত ভেজাল সারের একই লটের অন্তর্ভুক্ত মেঘনা ফার্টিলাইজার কোম্পানি লিঃ এর জিংক সালফেট (মনোহাইড্রেট) - ৪০০ প্যাকেট ও জিংক সালফেট (হেপ্টাহাইড্রেট)- ১৩ প্যাকেট, এমএস এগ্রো কেমিক্যাল কোম্পানি লিঃ এর জিংক সালফেট (মনোহাইড্রেট) - ৫৭ প্যাকেট এবং করবেল ইন্টারন্যাশানাল লিঃ এর জিংক সালফেট (হেপ্টাহাইড্রেট)- ৫০ প্যাকেট সার আগুনে পুড়িয়ে নস্ট করে দেওয়া হয়। উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার আরো জানান, কৃষক পর্যায়ে মানসম্পন্ন সারের সরবরাহ নিশ্চিত রাখতে এধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত ভেজালসার বিনিষ্টকালীন উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার, সদর উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ নিজাম উদ্দীন, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন জেলা সাধারন- সম্পাদক শরীফ মোহাম্মদ আশরাফুলসহ উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট কোম্পানির বিক্রয় প্রতিনিধি ও ডিলারগন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়