মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩০ জুন ২০২১, ২২:০৩

মালয়েশিয়ায় স্বাস্থ্যবিধি ভঙ্গের দায়ে ৮৮ বাংলাদেশিসহ ২২৯ জন আটক

শাহাদাত হোসেন
মালয়েশিয়ায় স্বাস্থ্যবিধি ভঙ্গের দায়ে ৮৮ বাংলাদেশিসহ ২২৯ জন আটক

মালয়েশিয়ায় স্বাস্থ্যবিধি ভঙ্গের অপরাধে ৮৮ বাংলাদেশিসহ ২২৯ জন অভিবাসিকে আটক করেছে অভিবাসন বিভাগ। দেশটির অভিবাসন বিভাগের ফেসবুক পেজে দেওয়া তথ্যে আজ ৩০ জুন বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় রাজধানী কুয়ালালামপুরের অদুরে বাণিজ্যিক এলাকা ক্লাং মেরু'তে একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

অভিবাসন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, করোনা নিয়ন্ত্রণে সরকারের ঘোষণা অনুযায়ী স্বাস্থবিধি মেনে না চলায় এসব অভিবাসিকে আটক করা হয়। এ সময় কোম্পানিকে ৩০ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়।

অভিযানে বাংলাদেশ ছাড়াও ভারতের ৯৯ জন, পাকিস্তানের ৩৩, মিয়ানমারের ৫, ইন্দোনেশিয়ার ৩ ও নেপালের ১ জন অভিবাসিকে আটক করা হয়। স্থানীয় সময় সকাল ১১টার এ অভিযানে ৯০ জন ইমিগ্রেশন কর্মকর্তা ছাড়াও পিডিআরএম, জেটিকে, এপিএম ও জেপিএন এর সদস্যরা অংশ নেন। পুলিশ জানায়, শুধুমাত্র স্বাস্থ্যবিধিই ভঙ্গ করেনি এরা বরং বৈধ কাগজপত্রবিহীন শ্রমিকদের এখানে কাজ দেয়া হয়েছে যা স্পষ্টত-ই আইনের লঙ্ঘণ।

স্বাস্থ্যবিধি ভঙ্গের পাশাপাশি তাদের অনেকের বিরুদ্ধে অবৈধভাবে মালয়েশিয়ায় থাকা ও কাজ করার অভিযোগ আনা হয়েছে। আটকের পর সকলকে করোনা পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে অভিবাসন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য: করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে দেশজুড়ে চলছে কঠোর লকডাউন। এর মধ্যেও প্রতিদিন দেশজুড়ে চলছে অভিযান সংক্রমণ রোধে বিশেষ অভিযান।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ন্যাশনাল রিকভারি প্ল্যানের প্রথম ধাপের লকডাউনের পাশাপাশি দেশটিতে স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেমে (এসওপি) স্বাস্থ্যবিধি সুরক্ষা শতভাগ কার্যকর করতে আগামীকাল ১ জুলাই বৃহস্পতিবার থেকে দেশজুড়ে চিরুনি অভিযানে নামবে মালয়েশিয়ার বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা অন্তত ২১টি সংস্থা। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেসি পাতুহ’।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়