বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সৌদি প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
  •   বরিশালে কৃষক দলের হামলায় জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পণ্ড
  •   শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  •   গুমের ভয়াবহ চিত্র: তদন্ত কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  •   চাঁপাইনবাবগঞ্জে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তা

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ২৩:২৫

শেখ হাসিনার ভারতে আশ্রয়: দেশটির রাজনীতিতে বিতর্ক তুঙ্গে

প্রতিবেদক :মোঃ জাকির হোসেন
শেখ হাসিনার ভারতে আশ্রয়: দেশটির রাজনীতিতে বিতর্ক তুঙ্গে
ছবি : প্রতীকী

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে গত ৫ আগস্ট ভারতে আশ্রয় নেন। নয়াদিল্লির এক বাংলোতে অবস্থান করে তিনি প্রায়ই বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও বিবৃতি দিচ্ছেন। তবে তার ভারতে অবস্থান নিয়ে দেশটির রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক।

সম্প্রতি ভারতের সংসদে শেখ হাসিনার আশ্রয় নিয়ে প্রশ্ন তুলেছেন বেশ কয়েকজন সংসদ সদস্য। গত বুধবার ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সংসদের স্থায়ী কমিটিকে ব্রিফ করার সময় এ বিষয়ে আলোচনা আরও তীব্র হয়।

সংবাদমাধ্যম আইএনএস জানিয়েছে, ব্রিফিংয়ে উপস্থিত সংসদ সদস্যরা পররাষ্ট্রসচিবের কাছে জানতে চান, শেখ হাসিনা কোন মর্যাদায় ভারতে অবস্থান করছেন এবং তার এই অবস্থান কি ভারতের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ? এ নিয়ে সংসদ সদস্যদের মধ্যে ভিন্নমত দেখা যায়।

শনিবার একই প্রশ্ন তোলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান ও লোকসভার সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। এক টেলিভিশন অনুষ্ঠানে ওয়াইসি বলেন, “ভারত একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে পারে, কিন্তু একটি বিশেষ পরিবারের সঙ্গে নয়। শেখ হাসিনার ভারতে আশ্রয় নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।”

ওয়াইসি আরও বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার প্রসঙ্গ তুলে ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে। তিনি মনে করেন, এই ইস্যুতে ভারতের উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করা।

ভারতের রাজনীতিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে প্রশ্নের পাশাপাশি, সংখ্যালঘু ইস্যুতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও সমালোচনা বাড়ছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার আশ্রয় ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে নতুন এক দিক উন্মোচন করেছে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে এটি আরও বড় ইস্যু হয়ে উঠতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়