প্রকাশ : ১৬ আগস্ট ২০২১, ২২:০৬
হাজীগঞ্জের আমেরিকা প্রবাসীদের সংগঠন "হাজীগঞ্জ ওয়েলফেয়ার"
আমেরিকা প্রবাসীদের" হাজীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ ইনক্" গঠন
হাজীগঞ্জের আমেরিকা প্রবাসীদের সংগঠন "হাজীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ এস এ ইনক্" গঠন করা হয়েছে।
|আরো খবর
সম্প্রতি আমেরিকায় এ ১২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির মাধমে সংগঠনটি আত্মপ্রকাশ ঘটে। মূলত: হাজীগঞ্জের বাসিন্ধাদের যে কোনো ধরনের মহামারিসহ নিতান্ত দুস্থ অসহায়দের সহায়তার উদ্যোশে সংগঠনটি তৈরি করা হয় বলে এর উদ্যোক্তরা চাঁদপুর কন্ঠকে জানান।
১২ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক আবুল বাসার ( সেন্দ্রা), যুগ্ন আহ্বায়ক : জনাব শহিদ আহম্মেদ ( তারাপল্লা), সদস্য সচিব : মামুনুর রহমান মজুমদার (সাবেক চেয়ারম্যান ৫নং সদর ইউ পি , মৈসাইদ), যুগ্ন সদস্য সচিব মাসুদুর রহমান ( বলাখাল), সদস্য : আহনাফ আলম (বলাখাল), সাহাদাত মজুমদার (মাড়ামুড়া), মানিকুর রহমান (বলাখাল), আবু বকর (বাউড়া), নজরুল ইসলাম ( বেতিয়াপাড়া), সাইফুল ইসলাম রিপন ( বাড্ডা), মনির হোসেন ( সুহিলপুর) ও আ: রহমান ( ধড্ডা)।
উল্লেখ্য সম্প্রতি করোনা ভাইরাসের ডেলটা ভ্যরিয়েন্টের প্রাদুর্ভাবে হাজীগঞ্জ প্রচুর করোনা রোগী বেড়ে যাওয়ার কারনে উক্ত সংগঠনের উদ্যোগে হাজীগঞ্জে মেডিকেল অক্সিজেন সিলিল্ডার ও উন্নত প্রযুক্তির কনসেনট্রেটর (যা বাতাস থেকে সরাসরি বিশুদ্ধ অক্সিজেন তৈরি করে) বিতরন করা হয়েছে।