মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ০৩:০১

হিমাচলে পাহাড় ধসে ৯ পর্যটক নিহত

হিমাচলে পাহাড় ধসে ৯ পর্যটক নিহত
অনলাইন ডেস্ক

উত্তর ভারতের হিমাচল প্রদেশের কিনাউরে পাহাড় থেকে পাথর পড়ে গাড়িতে থাকা নয়জন পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পাহাড় থেকে পাথর পড়ার দৃশ্য ছড়িয়ে পড়েছে। ভিডিও চিত্রে দেখা যায়, খাড়া উপত্যকা থেকে বড় বড় পাথর নিচে একটি সেতুর দিকে পড়ছে।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেছেন।

টুইটারে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনাস্থলের কাছে পার্কিং করে রাখা গাড়ির দিকে বড় বড় পাথর গড়িয়ে পড়ছে। পরে সেখানে একটি সেতু ধসে পড়ে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজনদের সহমর্মিতা জানিয়েছেন। তিনি বলেছেন, যাঁরা এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরা সরকারি ত্রাণ তহবিল থেকে সহযোগিতা পাবেন।

জয়রাম ঠাকুর বলেছেন, দুর্ঘটনার পর জরুরি উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে জরুরি সাহায্য পৌঁছানোর কাজ চলছে।

ভারতের হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন রাজধানী দিল্লির বাসিন্দা। তাঁরা জনপ্রিয় পর্যটন এলাকা চিটকুলে বেড়াতে এসেছিলেন।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে ভারী বৃষ্টিপাতের কারণে আগেই ওই এলাকায় ভূমিধসের সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

উত্তর ভারতের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস ও বন্যার সৃষ্টি হয়েছে। ভারতে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে এ ধরনের ঘটনা ঘটতে দেখা যায়।

এদিকে ভারতের মহারাষ্ট্র ও গোয়ায় ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ১৩৬ জন নিহত হয়েছেন। ভারী বৃষ্টির কারণে ভারতের এই দুই রাজ্যে বন্যা দেখা দিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েক হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

ফটো কৃতজ্ঞতা পিটিআই

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়